সিলেটের একমাত্র ট্যাক্স কার্ড হোল্ডার নির্বাচিত হলেন মোঃ জামিল ইকবাল
স্টাফ রিপোর্টার:
২০২২-২৩ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোঃ জামিল ইকবাল বাংলাদেশের মধ্যে দ্বিতীয় এবং সিলেট বিভাগের সর্বোচ্চ করদাতা ও একমাত্র ট্যাক্স কার্ড হোল্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত ৫ ডিসেম্বর সেরা করদাতাদের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। ২০২২-২৩ করবর্ষে ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৪টি এবং অন্যান্য শ্রেণিতে ১১টি ট্যাক্স কার্ড দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ট্যাক্স কার্ড প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হবে।
এসব সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পাবেন। যেমন বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালে কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট কাটায় অগ্রাধিকার এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ পাবেন।
উল্লেখ্য, সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) বর্তমানে
সিলেট নগরীর শিবগঞ্জ বোরহানবাগ এলাকার বাসিন্দা মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরীর বড় ছেলে জামিল ইকবাল গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করছেন। এছাড়াও এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউমের পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন।