পদত্যাগ করেছেন ইউজিসি চেয়ারম্যান
বিশেষ সংবাদদাতা :
এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ।
রোববার (১১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।
২০২৩ সালের ২৮ মে থেকে তিনি ইউজিসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন।
চিঠিতে তিনি জানান, শারীরিক অসুস্থতাজনিত কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অফিস আদেশ অনুযায়ী ওই বছরের ২০ আগস্ট থেকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছি। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। এমতাবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্রটি গ্রহণপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন সেক্টরে পদত্যাগের হিড়িক পড়েছে। প্রধান বিচারপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অনেকেই এরই মধ্যে পদত্যাগ করেছেন।
এর আগে শনিবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়ের ছয় হলের প্রাধ্যক্ষের পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল গত ৬ আগস্ট সংশ্লিষ্ট কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রধান বিচারপতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানসহ বিভিন্ন খাতের প্রধানরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
এছাড়া, শনিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, রোকেয়া হল, শামসুন নাহার হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, জহুরুল হক হলের আরও চার হাউস টিউটর এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাস প্রধান ভাইস চ্যান্সেলর অফিসে পদত্যাগপত্র জমা দিয়েছেন।