জুলাই-আগস্ট গণহত্যা
অপরাধীদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে সরকার

Published: 10 November 2024

পোস্ট ডেস্ক :


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে গণহত্যাকারীদের ধরতে সরকার ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘যে খুনি গোষ্ঠী জুলাই-আগস্ট মাসে গণহত্যা চালিয়েছেন, যারা পালিয়ে আছেন তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটা খুবই দ্রুত হবে। তারা যেখানেই থাকুন না কেন, তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ ও আন্তরিকতা নিয়ে কাজ করবো।’

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দেয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যেকোনো মানুষ করতে পারে। দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে এটি যায়। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠহীনতামূলক মামলা, যা কোনোভাবেই গৃহীত হওয়ার কোনো কারণ নাই।’

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আরও বলেন, ‘ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমত ও বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত এবং নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণার চালানোর উপায় হিসেবে এ মামলাটা করেছে।’

আন্তর্জাতিক অপরাধ আদালতে দেয়া অভিযোগ ধর্তব্যের মধ্যে নিচ্ছেন বলে জানান আইন উপদেষ্টা।