‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে’
পোস্ট ডেস্ক :
আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা ইস্যু সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।’
শনিবার (২৩ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে।
‘লিডারশিপ’ এবং ‘এনগেজমেন্ট’ বাড়াতে হবে। দায়িত্ব এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। জাতীয় ঐকমত্য এবং সচেতনতা না থাকলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব নয়।
সামনের বছর রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন হবে বলেও জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোহিঙ্গা সমস্যা অত্যন্ত জটিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, সমস্যাটা অনেক জটিল। তাই এটি দ্রুতই সমাধান হবে না। রোহিঙ্গা সমস্যা সমাধান টেকসই হতে হবে। মিয়ানমারে তাদের পূর্ণ নিরাপত্তা থাকতে হবে।
তাদের নাগরিকত্ব ইস্যু সমাধান করতে হবে।
তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বড় সমস্যা। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে যোগ করতে হবে। অবশ্যই আলোচনা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে মিয়ানমারের ওপর চাপ তৈরি করতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকার সম্পর্কে রাখতে পারে না। আরাকান আর্মির সঙ্গেও অনানুষ্ঠানিক সম্পর্ক রাখতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব গড়ে ওঠা দরকার ছিল। সেটা না থাকায় অপরাধী নেতৃত্ব গড়ে উঠেছে। রোহিঙ্গা নেতৃত্বও গড়ে তুলতে হবে।
রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় ঐকমত্য না থাকায় রোহিঙ্গা সমস্যা বেড়েছে। রাজনীতিবিদরা যদি জাতীয় ঐক্য গড়ে তুলতে পারেন দেশের যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। আগামী দিনগুলোতে দেশে ঐকমত্য গড়ে উঠবে এমন প্রত্যাশার কথাও বলেন উপদেষ্টা।