‘ধর্মের ওপর অত্যাচার হোক মানতে পারি না…’ : বাংলাদেশ প্রসঙ্গে মমতা
পোস্ট ডেস্ক :
বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির অবস্থানের সঙ্গে সহমত পোষণ করলেন। তার কথায়, ‘বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।’ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছিলেন, তাদের দলের নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নিয়ে চলবে। সেটাই অবস্থান হবে। তবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, আমার সরকারের নীতি হল, অন্য দেশের ব্যাপার হলে আমরা কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকব। যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার হয়, আমরা তার তীব্র নিন্দা করি। অন্য দেশেও (বাংলাদেশ) যদি কোনও ধর্মের মানুষের উপর অত্যাচার করা হয়, তাহলে আমরা সেটাকেও সমর্থন করিনি। আমি এখানকার ইসকনের প্রধানের সঙ্গে কথা বলেছি।” তাঁর গলায় উদ্বেগের সুর স্পষ্ট। এর আগে বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন মমতা। তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। তবে কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব। কারণ এক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের অঙ্গীকার রয়েছে, কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন সেক্ষেত্রে পাশ্ববর্তী এলাকা তাঁকে সম্মান জানাবে।’