সীমান্ত এলাকায় দুই ফুটের বেশি উচ্চতার ফসলের গাছ না লাগানোর নির্দেশ বিএসএফের

Published: 2 February 2025

পোস্ট ডেস্ক :


ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় কৃষকদের দুই ফুটের বেশি উচ্চতার ফসলের গাছ না লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী ও চোরাচালানিরা যাতে গাছের আড়ালে আত্মগোপন না করতে পারে সেজন্য কৃষকদের আঁখ, পাট, সরিষা এবং কলার মতো লম্বা ফসলের চাষ সীমিত করতে বলা হয়েছে বিএসএফের পক্ষ থেকে। এ ব্যাপারে রাজ্যের মুখ্য সচিব এবং সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের চিঠি দিয়ে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের লুকানোর জায়গা কমাতে কৃষি বিভাগ এবং কৃষক সম্প্রদায়ের সাথে আলোচনা করার অনুরোধ জানান হয়েছে।

সম্প্রতি বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার আয়োজিত একটি অনুষ্ঠানের ফাঁকে বিএসএফের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, লম্বা শস্যগুলো দৃশ্যমানতাকে বাধাগ্রস্ত করে এবং নিরাপত্তার হুমকি তৈরি করে। কারণ লম্বা ধরনের ফসলের গাছগুলো চোরাকারবারি এবং অনুপ্রবেশকারীদের জন্য একটি নিখুঁত লুকানোর জায়গা হিসেবে কাজ করে। অপরাধীরা গোপনে আমাদের জওয়ানদের উপর আক্রমণ করার জন্য এই গাছের আড়ালগুলো ব্যবহার করে। সেই কারণেই আমরা রাজ্যের কাছে আবেদন করেছি যাতে কৃষকদের সীমান্তের কাছে বিকল্প ফসল চাষের দিকে নজর দিতে বলে।

তিনি ব্যাখ্যা করে বলেছেন, সীমান্ত অবকাঠামোর জন্য জমি অধিগ্রহণের পরে বিএসএফ কোনও ব্যক্তির জমিতে চাষের অনুমতি দেয় না। তবে পরিচয় যাচাইয়ের পরে কৃষকদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গেটের মাধ্যমে এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে হয়। তিনি বলেন, এসব এলাকায় লম্বা গাছপালা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।

বিএসএফ নিরাপত্তার উদ্দেশ্যে গাছের উচ্চতা দুই ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখার নির্দেশ জারি করেছে। কিন্তু সীমান্তে কৃষকরা প্রায়ই তাদের ফসল লম্বা হতে দেয়। তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন কমান্ডারদেরও এই নির্দেশিকাগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করার নির্দেশ দেয়া হয়েছে।