দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের নির্বাহী আদেশে সই ট্রাম্পের
পোস্ট ডেস্ক :
দক্ষিণ অফ্রিকার জন্য তহবিল বন্ধের একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, কেপ টাউনের ভূমি আইন এবং মিত্র ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা গণহত্যার বিরোধীতা করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। তিনি কোনো প্রমাণ ছাড়াই বলেছেন, দক্ষিণ আফ্রিকার সরকার নাগরিকদের জমি কেড়ে নিচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মার্কিন সরকারি নথির তথ্যানুসারে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বরাদ্দের পরিমাণ ছিল ৪৪০ মিলিয়ন ডলার। তবে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে বলেছে যে, ট্রাম্পের নির্বাহী আদেশে তথ্যগত নির্ভুলতার অভাব রয়েছে এবং এটি দক্ষিণ আফ্রিকার ঔপনিবেশিকতা ও বর্ণবাদের গভীর ও বেদনাদায়ক ইতিহাসকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছে।
ট্রাম্পের অভিযোগ হচ্ছে, দক্ষিণ আফ্রিকার শেত্বাঙ্গ কৃষকদের জমি কেড়ে নিচ্ছে তাদের সরকার। যার ভিত্তিতে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষক এবং তাদের পরিবারের জন্য যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে পুনর্বাসনের একটি পরিকল্পনার কথাও জানিয়েছে হোয়াইট হাউজ।
তারা বলেছে, মানবিক সহায়তাকে অগ্রাধিকার দিতে পদক্ষেপ নেবে মার্কিন কর্মকর্তারা। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার ডাচ ও ফরাসি বসতি স্থাপনকারী শ্বেতাঙ্গ আফ্রিকানদের জন্য ইউএস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকবে।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এটা বিদ্রুপত্মক যে নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকার এমন একটি গোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্র শরণার্থীর মর্যাদার বিধান করা হয়েছে যারা অর্থনৈতিকভাবে সবেচেয়ে সুবিধাভোগীদের কাতারে রয়েছে। এ বিষয়ে নিয়ে তারা এমন সময় কথা বলছে যখন সীমাহীন কষ্ট থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র থেকে দুর্বল মানুষদের নির্বাসনে পাঠানো হচ্ছে এবং তাদের আশ্রয়ের প্রার্থনা প্রত্যাখ্যান করা হচ্ছে।