নগ্ন ভিডিও ফাঁস হওয়ায় রাশিয়া দল থেকে জিউবা বাদ
পোস্ট ডেস্ক : আন্তর্জাতিক বিরতিতে আগামী ২০শে নভেম্বরের মধ্যে তিনটি ম্যাচ খেলবে রাশিয়া। কিন্তু এই তিন ম্যাচে দেখা যাবে না অধিনায়ক আরতেম জিউবাকে।
তার আপত্তিকর এক ভিডিও ফাঁস হওয়ায় জিউবাকে জাতীয় দল থেকে বাদ দেয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, জিউবার একটি নগ্ন ভিডিও অনলাইনে ফাঁস হওয়ার পর এ বিবৃতি দেয় রাশিয়ান ফুটবল সংস্থা।
রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, ফাঁস হওয়া সেই ভিডিওতে জিউবার মতো দেখতে এক লোককে স্বমেহন করতে দেখা গেছে। ভিডিওটি স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। রাশিয়া জাতীয় ফুটবল দলের কোচ স্তানিস্লাভ চেরচেশভ বলেন, ‘নভেম্বরে মলদোভা, তুরস্ক ও সার্বিয়ার সঙ্গে ম্যাচ রয়েছে। আমাদের এ নিয়ে মনোযোগী থাকতে হবে। বাইরের কোনো কিছুতে মনঃসংযোগ হারাতে চাই না আমরা।
ঘটনার ফল হিসেবে জিউবাকে দলে না ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা দলকে যেমন নেতিবাচক বিষয় ও আলোচনা থেকে রক্ষা করবে, তেমনি খেলোয়াড়কেও।’
সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ১২ সেকেন্ডের ভিডিওটি ভাইরাল হয়েছে রাশিয়ায়। ধারণা করা হচ্ছে, ভিডিওটি গত বছর ডিসেম্বরে ধারণ করা। রাশিয়ার হয়ে ৪৭ ম্যাচ খেলা জিউবাকে নগ্ন অবস্থায় ভিডিওতে দেখা গেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম।