পূর্ব লন্ডনের হ্যাকনিতে প্রকাশ্যে গুলি, আহত-৩

Published: 15 December 2020

পোস্ট ডেস্ক : করোনা মহামারির মধ্যেও বাড়ছে অপরাধ তৎপরতা। লন্ডন সিটিতে ছুরিকাঘাতের ৪ দিনের মাথায় প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন ৩জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবৃদ্ধ একজনের অবস্থা আশষ্কাজনক। পুলিশ ঘটনাস্থ কর্ডন করে রেখেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় হ্যাকনি মিডলটন রোডে। তবে পুলিশ এখনও কাউকে প্রেপ্তার করতে পারে নি। স্কাই নিউজ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। তদন্তের সহায়তার জন্য প্রত্যক্ষদর্শীদের হেল্পলাইনে ফোন করতে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাত ৭ টায় পূর্ব লন্ডনের নিউহাম রয়েল ডক এলাকায় উডম্যান চুরিকাঘাতের ঘটনায় ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৫ বছর বয়সী একজন ১৭ বছর বয়সী একজন ও ২৪ বছর বয়সী একজনকে আটক করা হয়।পরে ২৪ বছর বয়সী একজনকে ছেড়ে দিলেও এঘটনায় রহস্য উদঘাটনের জন্য পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।