ব্রিটেনে আইসোলেশনের জন্য প্রস্তুত ২৮ হাজার হোটেল কক্ষ, প্রতিরাতে ভাড়া ৮’শ পাউন্ড

Published: 5 February 2021

পোস্ট ডেস্ক : বিশ্বের ৩৩ টি দেশের ‘লাল তালিকা’ ভুক্ত ভ্রমণকারীদের নিজ ব্যয়ে ১০ দিন ব্রিটেনের এয়ারপোর্ট সমূহের হোটেলে আইসোলেশন তথা স্ব-বিচ্ছিন্ন থাকতে হবে। এজন্য সরকার ২৮ হাজার হোটের কক্ষ নিশ্চিত করেছে। হোটেল ব্যবস্থাপকদের বলা হয়েছে, প্রতিদিন ১৪২৫ জন যাত্রী রাখার জন্য প্রস্তুত থাকতে হবে।

গ্যাটউইক এবং হিথ্রো বিমানবন্দরে আইবিস হোটেল রয়েছে। হোটেল গ্রুপ অ্যাকরের এক মুখপাত্র বলেছেন, আমরা অন্যান্য দেশ বিশেষত অস্ট্রেলিয়ায় এটি করেছি। সে অভিজ্ঞতার আলোকে ব্রিটিশ সরকারের এই পরিকল্পনাকে সমর্থন করার জন্য প্রস্তুত আছি।

প্রধানমন্ত্রী বরিস জনসন বাধ্যতামূলক স্ব-বিচ্ছিন্নতা ব্যবস্থা এবং বর্ধিত পরীক্ষামূলক কর্মসূচির নেতৃত্ব দেয়ার জন্য হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকককে দায়িত্ব দিয়েছেন। আইসোলেশন প্রক্রিয়ায় হোটের কক্ষ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ১১ রাতের জন্য ৮০০ পাউন্ড খরচ নির্ধারণ করা হয়েছে।
প্রাক্তন ভাইস চিফ অফ ডিফেন্স স্টাফ অবসরপ্রাপ্ত রয়্যাল মেরিন জেনারেল স্যার গর্ডন ম্যাসেঞ্জার প্রকল্পটির তদারকি করবেন।

নতুন কোভিড স্ট্রেনের বিরুদ্ধে সীমান্ত রক্ষায় বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন সেডো হুম সেক্রেটারি নিক থমাস-সাইমন্ডস। বৃটেনে দক্ষিণ আফ্রিকান কোভিডের স্ট্রেন সনাক্ত হওয়ার প্রায় দুই মাস পরে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

কঠোর সীমান্ত বিধিনিষেধ আনতে দেরি হওয়ায় তিনি হতাশ হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যাকসিনস মন্ত্রী নাধিম জাহাওয়ী বলেছেন, এটি অনেক বড় পরিকল্পনার অংশ। যথাসম্ভব নিয়মেই এগুচ্ছে সব কিছু।

এদিকে গত সাত দিনে গড়ে প্রতিদিনের টিকা দেয়ার হার ৪ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। এক সপ্তাহে প্রায় তিন মিলিয়ন মানুষকে টিকা প্রদান করা হয়েছে। তবে লেবার পার্টির নেতা স্যার কায়ার স্টারমার ওয়াটফোর্ডের একটি ভ্যাকসিন সেন্টারে পরিদর্শন করতে গিয়ে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তির অভিযোগ তুলেছেন। এই জাতীয় ব্যবস্থা ঘোষণার আগে ভাল পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি।