করিম ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্ব্রিজে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরন

Published: 19 February 2021

পোস্ট ডেস্ক : অসহায় সুবিদা বঞ্চিত মানুষের জন্য ক্যাম্বিজে উইন্টার ক্যাম্পেইনের সূচনা করেছে করিম ফাউন্ডেশন। উইন্টার কম্ফোট ফর হোমলেসেস ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ২ হাজার ২‘শ পাউন্ডের শীত বস্ত্র সামগ্রি বিতরন করা হয়েছে।


গত ২৪ জানুয়ারী এই ক্যাম্পেইনের সূচনা হলে- সমাজের দানশীল ব্যক্তিরা প্রায় ১৬৫টি শীতবস্ত্র আইটেম অসহায় মানুষের জন্য দান করেন। যার মধ্যে ছিলো বুটস, ট্রেইনার, সুইটারস, হুডি, লং স্লিভস টপস, টি শার্ট, জগিং বটমস, জিন্স এবং সকস।

করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো কার্যক্রমে সফলতা সাথে যুক্ত ছিলেন ডক্টর কাল করিম, ইব্রাহিম রহমান এবং উইন্টার কম্ফোট এর ফান্ডরেইজিং এন্ড কমিউনিকেশনস ম্যানেজার মেলডি ব্রুকার। উইন্টার ক্যাম্পেইন সফল করতে তারা দিনরাত পরিশ্রম করেছেন।

ত্রান সামগ্রি ক্রয়ে বিশেষ সহযোগিতা এবং ডিসকাউন্ট সুবিদা প্রদান করায় গো আউটডোর ম্যানেজমেন্ট স্টাফ পিটার ট্রিকি এবং ক্লিয়ার ফুলারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে করিম ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ার শাহিদা রহমান।

প্যান্ডামিকের এই কঠিন সময়ে করিম ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে।

উল্লেখ্য ক্যাম্ব্রিজে প্রতিষ্ঠিত চ্যারিটি সংগঠন করিম ফাউন্ডেশন স্থানীয় কমিউনিটির মানুষের কল্যানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রি বিতরন, আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে।