বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট নিয়ে ব্রিটেনসহ ১৪ দেশের উদ্বেগ

Published: 31 March 2021

পোস্ট ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের উৎস নিয়ে অনুসন্ধান শেষে যে রিপোর্ট দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।

এতে তারা বলেছে, ওই রিপোর্টে করোনা ভাইরাসের উৎস সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্যের ঘাটতি আছে। এ বিষয়ে যৌথ বিবৃতি দিয়েছে তারা। এতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল করোনা ভাইরাসের বিষয়ে যে তথ্য তালাশ করেছেন তা প্রকাশে উল্লেখযোগ্য বিলম্ব হয়েছে এবং এতে পূর্ণাঙ্গ, মূল ডাটা ও নমুনা সম্পর্কে তথ্যে ঘাটতি আছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। এতে আরো বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিশেষজ্ঞ টিম নিয়ে দীর্ঘ সময় ধরেই প্রশ্ন রয়েছে। তারা চীনা বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে কাজ করেছেন। ফলে চীন সরকার তাদেরকে এই ভাইরাসের মূল উৎস সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিয়েছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার হোয়াইট হাউজে প্রেস ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত রিপোর্টে চীন যথেষ্ট সহযোগিতা করেছে কিনা? জবাবে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পসাকি বলেন, তারা এক্ষেত্রে স্বচ্ছ নয়। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়নি। এটাকে সুনির্দিষ্টভাবে সহযোগিতা বলা যায় না। এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের উহানে পাঠানো বিজ্ঞানীদের টিমের দেয়া রিপোর্ট প্রকাশ করে। তাতে সুনির্দিষ্ট কোনো উপসংহার নেই। তবে বলা হয় যে, এই করোনা ভাইরাস বাদুর থেকে অন্য প্রাণির মাধ্যমে মানবদেহে স্থানান্তর হয়েছে। দীর্ঘ সময় ধরে অভিযোগ আছে, চীনের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন অভিযোগ সমর্থন করে না। ফলে ১৪টি দেশ তার বিবৃতিতে বলেছে, এই জাতীয় বৈজ্ঞানিক মিশনের কাজ করা উচিত এমন অবস্থায় যা থেকে একটি নিরপেক্ষ এবং সুনির্দিষ্ট সুপারিশ আসে এবং তথ্য উৎঘাটন হয়। এই যৌথ বিবৃতি দিয়েছে যেসব দেশ তারা হলো যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরাইল, জাপান, লাতভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং স্লোভেনিয়া।