১৬৭ দিন মহাকাশে থেকে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

Published: 3 May 2021

পোস্ট ডেস্ক :


১৬৭ দিন মহাকাশে অবস্থানের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) মিশন শেষে চার নভোচারী পৃথিবীর বুকে ফিরে এসেছেন। গতকাল রবিবার নভোচারী মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নোগুচিকে নিয়ে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ফ্লোরিডার পানামা শহরের উপকূলে অবতরণ করে। গত বছরের ১৫ নভেম্বরে ক্রু-১ নামের এই মিশন শুরু হয়েছিল।

চারজনের মধ্যে তিন জন যুক্তরাষ্ট্রের ও সোইচি নোগুচি জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নভোচারী। নাসার বাণিজ্যিক ক্রু সার্ভিস প্রোগ্রামের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে নভোচারীদের বহন করে নিয়ে আসে ড্রাগন ক্যাপসুল।

২০১১ সালে নাসার স্পেস শাটল প্রোগ্রামের পর যুক্তরাষ্ট্র থেকে মহাকাশে প্রথম মানব অভিযান শুরু হয়।