গাজায় ইসরায়েলি হামলায় ‘আল-আকসা ভয়েসের’ সাংবাদিকের মৃত্যু

Published: 19 May 2021

পোস্ট ডেস্ক :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার সকালেও ইসরায়েলের চালানো হামলায় এক সাংবাদিকসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

নিহত ওই সাংবাদিক আল-আকসা ভয়েস নামের রেডিওতে কর্মরত ছিলেন। তার নাম ইউসেফ আবু হোসেন।

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুড়েছে ফিলিস্তিনের যোদ্ধারা। এর আগে পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। সেই সঙ্গে ২১ জন ফিলিস্তিনি বিদ্রোহীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। মঙ্গলবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মাত্র ২৫ মিনিটে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ১২২টি শক্তিশালী বোমা নিক্ষেপ করে ইসরায়েল।

ইসরায়েলে ৬৩ শিশুসহ ২২০ জন ফিলিস্তিনি মারা গেছে। আহত হয়েছে দেড় হাজারের মতো ফিলিস্তিনি।