সাতগাঁও চা বাগানে ১০ দিন ধরে চলমান ধর্মঘটে চা শ্রমিক ফেডারেশনের সংহতি
সংবাদদাতা :
পুরাতন এক টুকরো কাঠের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগানের স্বাস্থ্যকর্মী শ্যামল কৈরীকে চাকুরি থেকে বহিস্কার ও চা বাগান থেকে উচ্ছেদের নোটিশ প্রদান করে চা বাগান কর্তৃপক্ষ।বাগান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত বাতিল, সহকারি ব্যবস্থাপক ইফতেখার আলমকে বাগান থেকে অপসারন, বিগতদিনে যে সকল শ্রমিকদের শত্রুতার বশবর্তি হয়ে কাজ থেকে অব্যাহতি ও ৯৯ ধারায় উচ্ছদ করা হয়েছে তাদের পুনর্বহাল করা,শ্রমিকদের বকেয়া মজুরী প্রদান ও শিক্ষা চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে সাতগাঁও,মাকরিচড়া ও ইছামতি ৩ টি চা বাগানের শ্রমিকগণ ১০ দিন ধরে বাগানের কাজ বন্ধ রেখে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসছেন।
আজ মঙ্গল দুপুর ১২ টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলার আহবায়ক শফিকুল ইসলাম এবং বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সংগঠক ময়না রবিদাস চা বাগানে উপস্থিত হয়ে আন্দোলনে সংহতি জানান।এ সময় উপস্থিত ছিলেন মাকরিচড়া পঞ্চায়েত কমিটির সাবেক সাধারন সম্পাদক পরিতোষ অমলিক,সাতগাঁও ইউপি মহিলা মেম্বার প্রতিমা রানী দাস,সাতগাঁও চা বাগান যুব পরিষদের সাধারন সম্পাদক রিপন নায়েক,কাজল তাঁতী,রাজিব কৈরি, অপু কুর্মি প্রমূখ|