জুড়ীতে গরু চোর পুলিশের খাচাঁয় আটক

Published: 26 May 2021

জুড়ী প্রতিনিধি::

মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন এলাকার গরু চুরির সাথে জড়িত পুলিশের তালিকাভুক্ত আসামী জসিম (৩৫) নামক একজন পেশাদার চোর কে আটক করেছে জুড়ী থানা পুলিশ।পুলিশ জানায়,গতকাল(২৫ শে মে) রাতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রুপাছড়া গ্রামের আব্দুল হান্নান এর পুত্র জসিম(৩৫) কে উপজেলা সদর জাঙ্গিরাই গ্রাম থেকে গরু চুরির অপরাধে জুড়ী থানার এস আই জাকির ও এস আই মনির এর নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।সে বর্তমানে উক্ত গ্রামে জনৈক ব্যক্তির কলোনীতে ভাড়া বাসায় থাকে। গত ১৮ ই মে সাগরনাল ইউনিয়নের বটনীঘাট গ্রামে জনৈক ব্যক্তির বাড়ী থেকে গরু চুরির সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী আটকের বিষয় নিশ্চিত করে বলেন,আটককৃত জসিম একজন পেশাদার,কুখ্যাত ও তালিকাভুক্ত চোর।
তার বিরুদ্ধে জুড়ি থানায় গরুচুরি, বাসা ও দোকান চুরি সহ তিনটি চুরির মামলা এবং বড়লেখা থানায় একটি চুরির মামলা আছে।