বড়লেখায় সমনবাগ চা বাগানের সহকারী ব্যবস্থাপক গ্রেফতার
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখার রাষ্ট্রীয় মালিকানাধীন নিউ সমনবাগ চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমানকে র্যাব-৯ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ বাজার থেকে গ্রেফতার করেছে। তিনি শ্রীমঙ্গল থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামী। মঙ্গলবার দুপুরে র্যাব তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে। ধৃত আতাউর রহমান জেলার রাজনগর উপজেলার গোবিন্দবাটি গ্রামের মৃত আব্দুল হামিদ মাস্টারের ছেলে।
জানা গেছে, ২০২০ সালের ২৪ নভেম্বর পূর্ববর্তী কর্মস্থলে থাকা কালিন বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের সহকারী ব্যবস্থাপক আতাউর রহমানের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। এরপর আত্মগোপন করে প্রায় ১ মাস পূর্বে তিনি নিউ সমনবাগ চা বাগানে সহকারী ব্যবস্থাপক পদে যোগদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর কর্মকর্তা মেজর শওকাতুল মোনায়েমের নেতৃত্বে একটি আভিযানিক দল সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ বাজার থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি (মিডিয়া) ওবাইন বুধবার সন্ধ্যায় জানান, শ্রীমঙ্গল থানার একটি ধর্ষণ মামলার এজাহার নামীয় পলাতক আসামী আতাউর রহমানকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।