ইসরায়েল কি ২০ বছরের বেশি টিকবে?

Published: 27 May 2021

।। শাহীদ কামরুল।।


অনেক দিন থেকেই social media-তে নেই গবেষণার ব্যস্ততার কারনে, ঈদ উপলক্ষে স্বেচ্ছা ছুটির সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকে কেবল ফিলিস্তিনের উপর হামলার খবর আর প্রতিক্রিয়া দেখছি। এমনিতেই প্রবাসে ঈদ ঈদের মত লাগে না। তার ওপর ফিলিস্তিনের পরিস্থিতির কারণে এমন দুঃখভারাক্রান্ত ঈদ সম্ভবত আর কখনোও হয়নি।

অনেককেই বলতে শুনি, এমনকি বিশেষজ্ঞ মতামত দিতেও দেখি যে হামাস যা করছে তা একেবারেই ভুল। হামাসের অনমনীয় ও আপোষহীন মনোভাব ফিলিস্তিনীদের জন্য ক্ষতিকারক। তাদের পান্ডিত্য নিয়ে আমার সন্দেহ না থাকলেও তাদের মাকসাদ নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

একটি বিষয় লক্ষ্য করবেন, তারা কিন্তু কেবল এটুকু বলেই খালাস যে, হামাসের কার্যকলাপ ফিলিস্তিনীদের জন্য ঠিক নয়। বরং একটু নমনীয় হলে, আল-ফাতাহর মত শান্তিচুক্তি করার পেছনে দৌড়ানোই কেবল ফিলিস্তিনীদের জন্য মঙ্গলজনক। তারা সম্ভবত ইতিহাস জানেন না বা এড়িয়ে যেতে চান।

অথচ তারা ভুলে যান, এ পবিত্র ভূমি ফিলিস্তিনীদের। ইসরায়েলী ইয়াহূদীদের নয়। আমার ভূমি থেকে আমাকে উৎখাত করা হচ্ছে, আর আমি কিনা শান্তিচুক্তি করে নিজের পিঠ বাঁচাব। আমার ভূমি না থাকলে আমার বেঁচে থাকারই বা কি স্বার্থকতা। আত্মসম্মান ছাড়া বাঁচতে পারে তো কেবল চাটুকার ও ফন্দিবাজরা।

আরো একটি বিষয়, এই পৃথিবীতে একটিও কি উদাহরণ দেওয়া যাবে, যেখানে শান্তিচুক্তি করে কোন মুসলিম দেশ স্বাধীনতা পেয়েছে। কেবল রক্তাক্ত সংগ্রামই ফায়সালা আনতে পারে, কোন শান্তিচুক্তি নয়। পৃথিবীর শান্তিচুক্তির ইতিহাসে কেবলই বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হয়ত দু-চার দশ বছরের জন্য হামলা আক্রমণ বন্ধ হয়েছে, কিন্তু শান্তি কি এসেছে? অত্যাচার- নির্যাতন-নিপীড়ন কি কমেছে? নাকি শান্তি চুক্তির আড়ালে তাও চলেছে হরদম।

আমাদের মুক্তিযুদ্ধের কথাই ধরুন। বঙ্গবন্ধু যদি শান্তিচুক্তি করে সর্বাত্মক যুদ্ধ থেকে পিছিয়ে আসতেন তাহলে কি বাংলাদেশ হত? অথচ বঙ্গবন্ধুর সে সুযোগ ছিল না, তা বলা যায় না। অথচ সমঝোতার বদলে সংগ্রামে গিয়েই তিনি কিন্তু গালেব হয়েছিলেন। কি আশ্চর্য, এত সহজেই আমরা রোহিঙ্গাদের কথা ভুলে গেলাম !! যুগের পর যুগ বিভিন্ন সময়ে তাদেরকে উৎখাত করা হয়েছে, নিশ্চিহ্ন করা হয়েছে। যখনই আন্তর্জাতিক মহল কিছুটা কথাবার্তা বলেছে, তারা নিশ্চুপ থেকেছে। তারপর কিছু সময় যেতেই আবার সেই একই অত্যাচার, হত্যা। আবার আলোচনা, আবার নিশ্চুপ। তারপর আবারো সেই ঘটনার পুনারাবৃত্তি।

ফিলিস্তিনেও কি একই কাজ হচ্ছে না? ধরা যাক, হামাস অস্ত্রবিরতিতে রাজী হলো, শান্তিচুক্তিতে আসল। তাহলে কাদের লাভ আর কার ক্ষতি? যে কজন ফিলিস্তিনী শাহাদাত বরণ করল তাদের ক্ষতিপুরণ কি? প্রাণের বিনিময়ে প্রাণ? পারবে কি ইসরায়েল গুণে গুণে সমসংখ্যক ইসরায়েলীকে হামাসের হাতে তুলে দিতে। প্রতিশোধ নেওয়ার জন্য। তাহলে কিসের চুক্তি? অন্তত আমার জ্ঞানে ধরে না। এতজন ফিলিস্তিনী শহীদের উপর দাঁড়িয়ে কোন অস্ত্রবিরতি/শান্তিচুক্তি হতে পারে না। যদি হয়ও তখনই কেবল ফিলিস্তিনীদের পরাজয় ঘটবে। নতুবা নয়।

অনেকে হয়ত বলবেন, আমি বাস্তবতা অস্বীকার করছি। আপাত দৃষ্টিতে, ফিলিস্তিনীদের বিজয় অসম্ভব। সারা দুনিয়ার বিরুদ্ধে একা লড়াই করে ইসরায়েলকে হটানো যাবে না। হ্যাঁ, আমিও মানি। তবে এটাও মানি বিজয় কেবল জাগতিক হিসেবে চলে না। তেমনই বিজয় কেবল সামষ্টিক নয়, ব্যক্তিগত বিজয়ের হিসাবও মাথায় রাখা উচিত। ইসলামে বিজয়ের ধারণা কেবল অপরকে হত্যা করে পর্যুদস্ত করে দেশ দখল করা নয়। এর বিজয়ের ধারণা মোটাদাগে তিনপ্রকার।

ক. লোকদের ইসলাম গ্রহণ হচ্ছে ইসলামের সবচেয়ে বড় বিজয়। বর্তমান সময়েও আমরা এমন বিজয় দেখি। ৯/১১ এ হামলার পর যখন মুসলিম বিশ্বে আগ্রাসন চালানো হলো, তখন অনেকেই বলেছিলেন এতে মুসলিমদের কি লাভ হলো। কেবলই তো অত্যাচার আর পরাজয়। অথচ সে ঘটনার পর ইসলাম গ্রহণের হার দেখুন। কুরআনের বিজয়ের সাথে নিশ্চিতই মিল খুজে পাবেন। (৯/১১ কে ঘটিয়েছিল ও কেন তা নিয়ে তর্কে যেতে চাচ্ছি না। সেটা সম্ভবত কোনদিনই আলোয় আসবে না।)

খ. দ্বিতীয় প্রকার বিজয় হচ্ছে প্রচলিত অর্থে যে বিজয় তা। অর্থাৎ দু`পক্ষের মধ্যকার যুদ্ধে এক পক্ষের আত্মসমর্পণ বা পরাজয় মেনে নেওয়া।

গ. তৃতীয় প্রকার হচ্ছে ব্যক্তিগত বিজয়, যা শাহাদাত। আশ্চর্য হলেও সত্যি, ইসলামে শহীদের মর্যাদা গাজীর চাইতে বেশি।
বস্তুবাদী জগত এ শিক্ষাই দেয়, আমরাও এতেই অভ্যস্ত হয়ে গেছি। কোন কিছুর হিসাব মিলানোর আগে এগুলোর ইক্যুয়েশন দিয়েই বিচার বিশ্লেষণ করি। যে পক্ষে সামরিক শক্তি ও আন্তর্জাতিক লিয়াজো বেশি সে পক্ষের জয় দেখতে আমাদের কোন সমস্যা হয় না। আমাদের এ ধারণার মূল কারণ দুইটি –

ক. আমরা আমদের ইতিহাস জানিনা,

খ. আমরা বস্তুবাদের দ্বারাই প্রভাবিত, ইসলামের চেতনা দ্বারা নয়।

প্রসঙ্গত বলে নিই, এই মানসিকতার ফলেই ইসরায়েলী ট্যাংক, কামান আর অত্যাধুনিক অস্ত্রের বিপরীতে ফিলিস্তিনীদের ইট-পাথর ছোঁড়া দেখে আমরা হাসি, ঠাট্টা করি; বিশ্বচ্যাম্পিয়ন রেসলারের সাথে কোন এক অবুঝ শিশুর লড়াই হিসেবে তুলনা করি। অথচ মুসলিম হিসেবে আমাদের আরো সতর্ক হওয়া উচিত ছিল।

তাছাড়া আপনাদের কথামত শান্তি চুক্তি বা অস্ত্রবিরতি চুক্তি করা হলো, তারপর কি? আবারো যে দশ বছর পর ইসরায়েল হামলা করবে না তাঁর নিশ্চয়তা কে দেবে? আভ্যন্তরীণভাবে যে উৎখাত করা হবে না, একটু একটু করে যে ফিলিস্তিনীদের ভূমি দখল করা হবে না তার নিশ্চয়তা কি? অস্ত্রবিরতি হলে এসব খুব স্বাভাবিক। এতদিন এমনই হয়ে আসছে। ইয়াসির আরাফাত শান্তিচুক্তি করে নিজের আখের গুছিয়েছেন ঠিকই, ফিলিস্তিনীদের কি লাভ হয়েছে? আগেও নির্যাতিত হত, নিজেদের ভূমি থেকে উৎখাত হত, এখনো হচ্ছে।

অন্যদিকে অস্ত্রবিরতি না হলে কি হবে? এক এক করে ফিলিস্তিনীরা মারা যাবে, হয়ত সবাই নিহত হওয়ার পর ফিলিস্তিনীর মাটি একদিন বহিরাগত ইয়াহূদীদেরই হবে। অস্ত্রবিরতি হলেও তা-ই হবে, কেবল কিছুদিনের বেশ-কম। তারচাইতে সিংহের মত একদিন বেঁচে থাকাই কি উত্তম? কাপুরুষের মত হাজার বার মরার চাইতে একবার মরাই কি কাম্য নয়?

পাশাপাশি যুদ্ধের মাধ্যমে হাতছাড়া হওয়ার মধ্যে দুটি স্পষ্ট উপকার আছে –

ক. সারা বিশ্বের বিবেকবান মানুষরা জানবে কারা ঠিক ছিল, আর কারা জালিম

খ. লড়াই করে চেষ্টা করার সান্ত্বনা।নয়ত চেষ্টা না করেই নিজ দেশ থেকে উৎখাত হওয়ার মানসিক কষ্ট আজীবন তাড়া করেই ফিরবে।

একটু খেয়াল করলেই দেখবেন, মৃত্যু অবশ্যম্ভাবী জেনেও মানুষ চিকিৎসা ব্যতীত মারা গেল কতই না আফসোস করে। মানসিক এই বেদনা অনেক সময়ই মারাত্মক হয়ে দাঁড়ায়। কেউ কেউ বলেন, হামাসের এই আপোষহীন মনোভাবের কারণে তাদের আন্তর্জাতিক সম্পর্ক ভালো নয়। অন্তত মুসলিম বিশ্বের সাথে। এখানেও আমার দ্বিমত। হ্যাঁ হয়ত সম্পর্ক ঠিকই ভালো নয়। কিন্তু তাঁর দায়ভার কি কেবলই হামাসের? মুসলিম বিশ্বের নয়। মানবতার বাণী কেবল দূর্বলদের বিপক্ষে; শক্তিমানদের বিপক্ষে গেলে মানবতা নেই। আর মুসলিমদের বিরুদ্ধে অপরাধ হলে তো মানবতার প্রশ্নই আসে না। কারণ মুসলিমরা ত মানুষই না।

পশ্চিমা বিশ্বের ভূমিকা দেখলেও বুঝতে পারবেন যে, হামাসের অবস্থান ফিলিস্তিনীদের স্বার্থের অনুকূলেই হবে। ফাতাহ পশ্চিমা বিশ্বের স্বীকৃতি নিয়ে কি করতে পেরেছে? পশ্চিমা বিশ্ব এমনকি ফিলিস্তিন ইস্যুতে তাদের গোনায় ধরে বলেও মনে হয় না। তারা জানে আল ফাতাহ হচ্ছে বিষদাতহীন সাপ। এতে কিছুই হবেনা। কোন না কোন দিন এ সাপকেও তারা ঘায়েল করবে। কেবল হামাসের নির্মূলের অপেক্ষা। তারপর আল ফাতাহকে নিশ্চিহ্ন করতে ইসরায়েলের এক সপ্তাহও লাগবে না। শান্তিচুক্তি আর অস্ত্রবিরতি চুক্তি করার আগেই সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে। সে কথা তোলার মত কেউই আর তখন বেঁচে থাকবে না।

যাই হোক। এবারের যুদ্ধে হামাসের বেশ কিছু অ্যাচিভমেন্ট রয়েছে। খোলা চোখে ফিলিস্তিনিদের মৃত্যু আমাদেরকে আন্দোলিত করলেও আমাদের পজিটিভ দিক গুলো নিয়েও অ্যানালাইসিস করা উচিৎ। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার “৫৭” হাজারের মত সেনা নিহত হয়। যেখানে ভিয়েতনামিজ মারা যায় এক মিলিয়নেরও উপরে। কিন্তু যুদ্ধে কিন্তু ভিয়েতনামই জয়ী। আফগান রাশান যুদ্ধে রাশানদের চেয়ে তালিবানের ক্ষয়ক্ষতি বেশি হলেও যুদ্ধে তালিবানরাই জিতে। একই কথা খাটে আমাদের মুক্তিযুদ্ধের ব্যাপারেও। আমাদের ক্ষয়ক্ষতি বেশি হলেও আমরা জিতেছি। যুদ্ধে ক্ষয়ক্ষতির চেয়েও যুদ্ধে কে জিতেছে সেটা বুঝতে দেখতে হবে কার উদ্দেশ্য হাসিল হয়েছে। আফগানে এখন তালিবানদের ৫০% মত নিয়ন্ত্রণ আছে। আমেরিকা চলে যাওয়া মাত্রই বাকিটাও দখল করে নিবে। ফলে আমেরিকা যতই বলুক যে তারা জিতেছে, আসলে তালেবানই জিতেছে। কারন তাদেরকে ক্ষমতা থেকে সরাতে পারে নাই।

হামাসের এবারের যুদ্ধে উল্লেখযোগ্য অর্জন রয়েছে বলে অবলীলায় বলা যায় যা শ্লাঘা করার মতো বলে প্রতীয়মান হয়েছে। যেমন –

আয়রন ডোমকে একটু বাজিয়ে দেখা হলো। যদি একসাথে অনেক বেশি রকেট বা মিসাইল ছোড়া হয় তবে সেই ডোন প্রোপারলি ডিটেক্ট করতে পারে না। হামাসের তিন হাজারের উপরের রকেট থেকে ডিটেক্ট করতে পেরেছে ৬০% এর মত। আয়রন ডোমের এ দুর্বলতা জানা গেলো,আর হামাসের প্রযুক্তির তারাক্কির বেপারটা সকলে জানতে পারলো।
এতোদিন একচেটিয়া পশ্চিমা ন্যারেটিভ মানুষ গোগ্রাসে গিলতো। সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, গার্ডিয়ান, রয়টার্স ইত্যাদি। আল জাজিরা, টিআরটি, আনাদলু এজেন্সি সবাইকে একদম ন্যাংটা করে দিছে। ফলে প্রথম দিকে ইজরায়েলের নাম না নিলেও এখন মোটামুটি সব পশ্চিমা মিডিয়াই ইজরায়েলের নাম নিচ্ছে। মিডিয়া যুদ্ধে হেরে যাওয়ার ফলেই মূলত আল জাজিরার বিল্ডিং ধসিয়ে দেয় ইজরায়েল। এপি না থাকলে হয়তো আল জাজিরার টিমকে মেরে ফেলতেও দ্বিধা করতো না।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, কিন্তু এ যুদ্ধে মাহমুদ আব্বাসের খুব একটা গুরুত্ব নেই। জো বাইডেন মাহমুদ আব্বাসকে কল দিলেও উনিও জানেন যে এ যুদ্ধ তিনি থামাতে পারবে না। হামাসের গুরুত্ব প্যালেস্টাইন তো বটে, মুসলিম অমুসলিম সব রাষ্ট্রের কাছেই বৃদ্ধি পেয়েছে এবং আয়েন্দা দিনগুলোতেও পাবে।

এবারের যুদ্ধে অভূতপূর্ব সাপোর্ট পেয়েছে প্যালেস্টাইন, আইরিশ এমপি, অস্ট্রিয়ান এমপি, মার্ক রাফালো, ইমরান খান, খোমেনি, এরদোয়ান, শেখ হাসিনা সহ বেশিরভাগ বিশ্ব নেতারাই এর পক্ষে ছিলেন। লন্ডন, যুক্তরাষ্ট্র,জার্মানি, প্যারিস, তুরস্ক, কাতারসহ মোটামুটি সব দেশেই ক্ষুদ্র বা বৃহৎ র্যালি হয়েছে। প্যালেস্টািন ও হামাসের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি যোদ্ধাদের মোটিভেইট করতেও ভূমিকা রাখবে। পশ্চিমারা হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দাড় করানোর যে প্রজেক্ট হাতে নিয়েছে সেটা মুখ থুবড়ে পড়েছে। সারা বিশ্ব দেখেছে আসলেই সন্ত্রাসী কারা।

সবচেয়ে বড় অর্জন হচ্ছে হামাসসহ প্রতিটা মুসলিম বিশ্ব দেখেছে কারা মুসলমানদের বন্ধু আর কারা শত্রু। মানবতার বুলি আওড়িয়ে কারা নিরপরাধ শিশুদের হত্যায় উৎসাহ দেয়। প্রতিটা রাষ্ট্রকে দেখতে হবে প্যালেস্টাইনিদের চোখ দিয়ে। তারা যাদেরকে ভালো বলবে তারা ভালো আর যাদেরকে খারাপ বলবে তারা খারাপ। সেভাবেই সম্পর্ক পুনর্গঠন হবে।
আরএখন থেকে হয়তো মুসলিম শিশুরা ফিলিস্তিনি শিশুদের মত সাহসী হতে চাইবে। হয়তো এই প্যালেস্টাইন ইস্যু সারা বিশ্বের মুসলিমদের এক করে তুলতে পারে।

ইসরাইল গাজা বা লেবাননে স্থল অভিযান পরিচালনা করেনি, যা তাদের জন্য ভুল খেলা হতে পারত। গাজায় ইসরাইলের শেষ স্থল আক্রমণে আল কাস্সাম ব্রিগেডের সাহসিকতায় তারা পিছু হটেছিল। ফলে ইসরাইল এখন আর গ্রীষ্মকালে হিজবুল্লাহর সাথে লড়াইয়েরও ঝুঁকি নিতে চাইনি। তদুপরি, সিরিয়া থেকে চালিত সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের গভীরে প্রবেশ করেছে যা ইসরাইলের নিউক্লিয়ার প্লান্টের একেবারে কাছাকাছি পৌঁছে যায়। ইসরাইলের ‘আয়রন ডোন’ যা বন্ধ করতে ব্যর্থ হয়। তাছাড়া ইরান ও তুরস্ক উভয়ের কাছে আরো আধুনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরাইল কখনো থামাতে পারবে বলে গোমান করছি না। “৬ “দিনের যুদ্ধের’ দিনগুলো অনেক আগেই গত হয়ে গেছে। ইরান স্থল থেকে স্থল ও আকাশে এবং পানির গভীরে ব্যবহারক্ষম দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। সৌদি আরব ও মিসরের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই অনেক বার্তা রয়েছে। ইসরাইলি বিনিয়োগে ইথিওপিয়ায় নীল নদের উৎসে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণের উদ্যোগ মিসরের অর্থনীতির জন্য বাঁচা মরার প্রশ্ন। ইসরাইলের ইহুদিদের অনেকে বিশ্বাস করে, নবী মুসার হারিয়ে যাওয়া সিন্ধুকটি ইথিওপিয়ায় পাওয়া যেতে পারে।ইথিওপিয়ায় নীল নদের উপর দেয়া ‘রেনেসাঁ বাঁধ’ চালুর উদ্যোগ ইসরাইলের বাইরে, তুরস্কের মতো বড় আঞ্চলিক শক্তির সাথে সমঝোতায় আসতে উৎসাহিত করেছে মিসরকে। এটি মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগর অঞ্চলের ভূ-রাজনৈতিক খেলাকে বদল করে দিয়েছে। এর মধ্যে এরদোগানের সৌদি বাদশাহকে করা ফোন কলটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই সময়টাতে সৌদি আরবে কাতারি আমির, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফরও তাৎপর্যপূর্ণ। গাজায় ইসরাইলি আগ্রাসন নিয়ে এর মধ্যে এরদোগান “২১” জন রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলেছেন। তিনি খেলছেন কূটনীতির ময়দানে, আর ইরানের কাজ সম্ভবত প্রতিরোধ যুদ্ধকে শক্তিমান করার ক্ষেত্রে। ইসরাইলের খুব গভীরে ইসলামী জিহাদের ক্ষেপণাস্ত্রের আঘাত নেতানিয়াহুর চোখের নিচে কালো দাগ ফেলেছে। তিনি যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে ওয়াশিংটনকে বার্তা দিয়েছেন।

তুরস্ক,ইরান,পাকিস্তান,মালেশিয়া,বাংলাদেশ, সৌদি আরব, মিসর, কাতার- এসব দেশের মধ্যে যে কোনো মাত্রার সমঝোতা মধ্যপ্রাচ্যের হিসাব নিকাশকে পাল্টে দিতে পারে। ইসরাইলকে যত বড় বাঘ মনে করা হয়, বাস্তবতা সে রকম নয়। দেশটির প্রযুক্তিগত উন্নতির সীমাবদ্ধতা হামাস বা হিজবুল্লাহর মতো শক্তির সাথে সঙ্ঘাতেই প্রকট হয়ে উঠছে। আমেরিকার সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার বাইরে চিন্তা করা হলে ইসরাইলের ক্ষমতা তার ভূখণ্ডগত অবয়বের মতোই সঙ্কীর্ণ। তাছাড়া ইজরায়েলকে যতটা অপরাজেয় বা অপ্রতিরোধ্য হিসেবে দেখানো হয় আসলে তারা ততটা না। তারা প্রচণ্ড ভীতু একটা দেশ। ভালো রেঞ্জের কিছু মিসাইল হলেই ইজরায়েলকে থামানো সম্ভব।

এবার আসি কেন ইজরাঈল “২০” বছরের বেশি বহালতবিয়তে দায়েম ও কায়েম থাকবেনা এর বেশকিছু কারন আাছে, একটু খেয়াল করুন,
পহেলা কারন হলো :
হালের ইসরায়েলে” ৯৩” লাখ জনসংখ্যার ইসরাইলের “৫৪” লাখ ইহুদির” ৯৫” ভাগই এখন একই সাথে অন্য কোনো দেশের নাগরিকও। তাদের অনেকেই দেশটির নিরাপত্তাহীনতার কথা ভেবে বিকল্প আশ্রয়ে চলে যাচ্ছে।

দোসরা কারন হলো :
দেশটির অভ্যন্তরীণ নাগরিক সংহতিও এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে, চারবার নির্বাচন করেও সরকার গঠন করা সম্ভব হচ্ছে না। পাঁচ মিশালি সংস্কৃতির ইহুদি জনগোষ্ঠী যে যার মূল দেশের নেতাদের প্রতি বেশি আনুগত্য পোষণ করছে। রাজনৈতিক দলের প্রতি সমর্থনে তার প্রতিফলন লক্ষ করা যায়। এক সময় ইহুদিদের ধর্মনিষ্ঠতাকে গুরুত্বের সাথে দেখা হতো। এখন যৌন ব্যবসার বৈশ্বিক কেন্দ্রগুলোতে বেশি ভিড় জমায় ইসরাইলিরা। এ কারণে হেনরি কিসিঞ্জার, ইরানের খামেনি অথবা সাবেক শিন বেত প্রধান ও বলেন অদূরভবিষ্যতে ইসরাইল রাষ্ট্রর অস্তিত্ব থাকবে বলে মনে করেননা। কেউ এর পেছনে জনসংখ্যামিতি ও আদর্শবোধ, কেউ আন্তর্জাতিক রাজনীতি আবার কেউ ডিভাইন কিছু দেখতে পাচ্ছেন।

তেসরা কারণ হলো :
ভেতর থেকেই যে ইসরায়েল রাষ্ট্রের ক্ষয় হচ্ছে সেটি প্রকাশ পেতে খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। ইসরায়েলের পক্ষে উচ্চতর প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী, মার্কিন সরকার এবং রথচাইল্ড পরিবারের অন্ধ সমর্থন থাকা সত্ত্বেও হঠাৎ করে একপর্যায়ে তার আধিপত্য বিস্তারে টান পড়তে শুরু করবে। রাশিয়ানদের এবার মুসলমানদের সমর্থন করার সম্ভাবনা দেখা যাচ্ছে। চীনের বার্তায়ও তার আভাস পাওয়া যাচ্ছে। কেউ কেউ এমন ইঙ্গিতও দেন যে মুসলমানরা মধ্য প্রাচ্যে গোঁড়া অর্থোডক্স খ্রিষ্টানদের কাছ থেকে সমর্থন পাবে এবার। তাদের বিশ্বাস অনুসারে, যিশুকে ইহুদিরাই কতল করেছিল। এখনই এসপার ওসপার কিছু হয়তো হবে না, তবে ক্ষয় শুরু হয়ে গেছে ইসরায়েলের ভেতরে বাইরে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো :
হামাস সাম্প্রতিক বছরগুলোতে বিবৃতির পর বিবৃতিতে যা অর্জন করতে পারেনি তা করেছে বিদ্বেষের ব্যাপারে ঐক্য দিয়ে। এটি লেবানন, জর্দান, পশ্চিম তীর এবং এমনকি ইসরাইলের আরব সম্প্রদায়কে এমন ভীত করেছে যে, ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে সবার ক্ষোভ একত্রিত হয়েছে। ইতোমধ্যে ইসরাইল হয়ে পড়েছে বিভক্ত, রাজনৈতিক কলহ, অস্থিতিশীলতা এবং মারামারিতে ছিন্নবিচ্ছিন্ন।’যা ইসরাইলের ডানপন্থী পত্রিকা জেরুসালেম পোস্টে একটি কলাম লিখেছেন, TZVI JOFFRE। ‘ইসরাইল যুদ্ধ জিতেছে, লড়াইয়ে জিতেছে হামাস’ শীর্ষক এই লেখায় তিনি বলেছেন, ‘ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘অপারেশন গার্ডিয়ান অব দি ওয়ালস’ এ দুর্দান্ত সাফল্য লাভ করেছে, তবে এর মধ্যেই ঘরটি ভিতরে থেকে ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে।’ তার মূল্যায়ন হলো, ‘আদতে,ফিলিস্তিনের বাস্তবতা হামাসের মত ভাল আর কেউ জানে না। বোমার শব্দে ঘুম ভেঙ্গে যখন দেখে তাঁর বসতভিটা নেই, কিংবা নেই প্রাণপ্রিয় স্ত্রী, সন্তান তখন এসি রূমে বসে দেওয়া ফাতওয়া কোন সান্তনাই দিতে পারে না। যাদের জীবনের প্রতিটা মুহূর্ত কাটে উদ্বেগে, বেদনায়, স্বজন হারানোর চিন্তায় তাদেরকে অস্ত্র বিরতি চুক্তির মিথ্যা আশ্বাস দেওয়া তো কেবল প্রতারণা। প্রতিটি মুহূর্তে যারা অত্যাচারিত হচ্ছে, নামাজ পড়তে যাদের বাঁধা দেওয়া হচ্ছে, জীবন জীবিকার যাদের কোন নিশ্চয়তা নেই, তাদের কাছে জীবনের মূল্যের চাইতেও স্বাধীনতার মুল্য বেশি।

আখেরে বলতে চাই, আমরা যারা ফিলিস্তিনীদের স্বার্থ চিন্তা করে হামাসের বদলে ফাতাহের কার্যক্রমকে বা ফাতাহের মত কার্যক্রমকে সমর্থন করি। তারা কিন্তু একথা ভুলে যাই যে, খোদ ফিলিস্তিনীরা কিন্তু হামাসকেই চায়। “নিজেদের ভালো পাগলেও বুঝে” – এ হিসেবে ফিলিস্তিনীদের চাওয়া নিশ্চয়ই অমূলক হওয়ার কথা না।

সবমিলিয়ে আমার মনে হয়, ফিলিস্তিনের ইস্যুতে বর্তমানে হামাসের অবস্থান ঠিকই আছে। বিনয়-নম্রতা-ক্ষমা ভালো গুণ নিঃসন্দেহে। কিন্তু জিহাদের ময়দানে নয়। সেখানে এসব দূর্বলতা ছাড়া আর কিছু নয়। তালেবানদের দেখে শিক্ষা নেওয়া যেতে পারে। শত প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা কিন্তু আজ ক্ষমতায়। ত্যাগ, কুরবাণী তাঁরা কম দেয়নি। তারপরও আদর্শ থেকে সরে আসেনি। হামাস তাদের থেকে কিছুটা শিক্ষা নিলে মন্দ হয় না।

লেখক: শাহীদ কামরুল, সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক, লেখক, কলামিস্ট ও আবৃত্তিকার, গবেষণারত ফ্রাই ইউনিভার্সিটি বার্লিন, জার্মানি।

Email :kamrulgermany2018@gmail.com