বড়লেখার দক্ষিণভাগে আল-আরাফাহ্ ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন

Published: 28 May 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট শাখা খোলা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে ৪৯৩তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

শাখা ব্যবস্থাপক দেে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, আল-আরাফাহ্ ব্যাংক বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক খাে লায়ার হোসেনের সভাপতিত্বে ও কাঁঠালতলী হলিচাইল্ড স্কুরের প্রধান শিক্ষক শিমুল চৌধুরীর সঞ্চালনায় লদ মোহাম্মদ ছয়ফুল আলম, সিলেট লালদিঘির পার শাখার এসপিও ও ইনভেস্টম্যান্ট ইনচার্জ আব্দুল হালিম, বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, ইসলামী ব্যাংক কাঁঠালতলী আউটলেট শাখার ব্যবস্থাপক জুবায়ের আহমদ শিমুল, আজিমগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস মারজান, ইউপি মেম্বার আজিজুল ইসলাম, আমিনুল হক, ব্যবসায়ী আব্দুল হক, সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, সমাজসেবক আবুল কালাম, ইউপি ছাত্রলীগের সভাপতি মাছুম আজির আহমদ, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।