বড়লেখায় পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু

Published: 29 May 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার গজভাগ গ্রামে প্রচন্ড তাপদাহে মা-বাবার অগোচরে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে শনিবার দুপুরে দুই জমজ বোনের একজনের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ঘটেছে। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে। নিহত মিলি বেগম (৩) ও আহত শাম্মী বেগম গজভাগ গ্রামের ফারুক আহমদের মেয়ে।

দুই জমজ শিশুর চাচাতো ভাই মারুফ আহমদ ঘটনা নিশ্চিত করে জানান, দুপুরে বাড়ির সকলের অগোচরে মিলি বেগম ও শাম্মী বেগম পুকুরঘাটে যায়। প্রচন্ড গরমে হয়তো তারা গোসল করতে পানিতে নামে। এরই মধ্যে বাবা-মা তাদেরকে খোঁজতে শুরু করেন। ডুবু ডুবু অবস্থায় আহত শাম্মী বেগমকে উদ্ধার করে চিকিৎসায় নিয়ে যান। মিলি বেগমকে কোথাও না পেয়ে পরে পুকুরে নেমে তার লাশ উদ্ধার করা হয়েছে।