জুড়ীত এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর ৩য় পালাবদল সম্পন্ন

Published: 30 May 2021

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংগঠন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি (২০২০-২১) এপেঃ নিজাম উদ্দিন পিন্টুর থীম ” Looking Forward ” বাস্তবায়নের লক্ষ্যে এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ, ক্লাব নং ১০১ এর ৩য় পালাবদল অনুষ্টান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (২৯ শে মে) সন্ধ্যা ৭ টায় জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ২০১৯ বর্ষের সভাপতি এপেঃ মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে ১ম পর্ব অনুষ্টিত হয়। আনুষ্টানিক দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে ২০২০-২১ বর্ষের সভাপতি এপেঃ জুয়েল রানার সভাপতিত্বে ২য় পর্বের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। অনুষ্টানে ২০২০-২১ বর্ষের বোর্ড সদস্যদের শপথ বাক্য পাঠ করেন এপেক্স বাংলাদেশ, জেলা-৪ এর গভর্ণর এপেঃ শাহেদুর রহমান শাহেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপেঃ আক্তার হোসেন খান,এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর লাইফ মেম্বার এপেঃ এ এফ এম ফৌজি চৌধুরী, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি ও এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ সিরাজুল ইসলাম, অতিত সভাপতি এপেঃ হাবিবুর রহমান আছকর, জেলা-৪ সেক্রেটারী এপেঃ নাজমুল হুদা,এপেক্স ক্লাব অব শাহপরাণ সিটির অতিত সভাপতি ও ডিস্ট্রিক্ট ট্রেজারার এপেঃ ময়নুল ইসলাম খান সায়েক,এপেঃ মাহবুবুর রহমান এরশাদ,বর্তমান সভাপতি এপেঃ রউফুজ্জামান কাওছার,এপেঃ ক্লাব অব সিলেট এর অতিত সভাপতি ও সুরমা বার্তা এডিটর এপেঃ বাবুল মিয়া,এপেঃ ক্লাব অব গ্রীণহিলস এর অতিত সভাপতি এপেঃ আদিল হোসেন,এপেক্স ক্লাব অব মৌলভীবাজার এর অতিত সভাপতি এপেঃ শহিদুল ইসলাম তনয়,এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর (২০২০-২১) বর্ষের সভাপতি এপেঃ সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর চার্টার প্রেসিডেন্ট ও পালাবদল কমিটির চেয়ারম্যান এপেঃ মোঃ আব্দুল আজিজ। অনুষ্টানে উপস্হিত ছিলেন,এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর অতিত সভাপতি এপেঃ কবি এম রাজু আহমদ, এপেঃ নাজিম উদ্দীন মানিক, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ হাবিবুর রহমান, সেক্রেটারী এন্ড ডিএনএডিটর এপেঃ জহিরুল ইসলাম সরকার,মেম্বারশীপ এন্ড এটেনডেন্চ ডাইরেক্টর এপেঃ বদরুল ইসলাম,এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ তোফাজ্জল হোসেন কামাল,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ মাহবুবুর রহমান, ট্রেজারার এপেঃ ওমর ফারুক,ট্রেজারার এপেঃ শরিফুল ইসলাম, মেম্বারশিপ এন্ড এটেনডেন্চ ডাইরেক্টর এপেঃ পাপলু পাল,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেঃ আব্দুস সহিদ, ফ্লোর মেম্বার এপেঃ মাসুক উদ্দিন,এপেঃ আলতাফ হোসেন,এপেঃ আব্দুর রহিম প্রমূখ। সভায় অতিথিদের কে সম্মাননা স্বারক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক এবং ক্লাব সভাপতিগণের নিকট অসহায় মানুষের মাঝে বিতরণ করার জন্য প্রায় একহাজার মাস্ক তুলে দেন ২০২০-২১ বর্ষের সভাপতি এপেঃ জুয়েল রানা।