জি-৭ সামিটে যোগ দেয়া নিয়ে ব্রিটেনে বিতর্ক

Published: 30 May 2021

মো: রেজাউল করিম মৃধা :

আগামী ১১ই জুন ২০২১ জি-৭ এ চুক্তি হতে যাচ্ছে ব্রিটেন। এরই মধ্য দিয়ে বাস্তবায়িত হবে অস্ট্রেলিয়ার সাথে ২০০ বৎসর পূর্বের বিতর্কিত ট্রেড ডিল।

ট্রেড সেক্রেটারি লিজ ট্রস এই ট্রেড চুক্তি ব্রিটেনের জন্য সুবিধা এবং লাভজনক বলে অভিহিত করে বলেন, “এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া থেকে সহজে কৃষি দ্রব্য এবং ভেড়া ও গরুর মাংস আসতে পারবে। এতে স্বল্প মূল্যে কৃষি দ্রব্য ও মাংস পাওয়া যাবে। এর ফলে উপকৃত হবেন ব্রিটেনের জনসাধারন”।

এর বিরোধীতা করে ট্রেড ইউনিয়ন এবং এ্যান্টি ক্যাম্পাইন ট্রেড মিনিস্টার জর্জ হ্যান্ড বলেন, এই চুক্তির ফলে ২০০ বৎসরের পুরাতন বিতর্কের জন্ম দিতে পারে। এই চুক্তির ফলে ব্রিটেন লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশী হবে। প্যাকেট জাতীয় এবং অস্বাস্থ্যকর খাবারে দীর্ঘস্থায়ী ক্ষতির মুখে পড়বে ব্রিটেনবাসী।

ইইউ থেকে বের হতে না হতেই অস্ট্রিলিয়ার সাথে এই চুক্তি হবে পিছনে দিকে ধাবিত হওয়ার চুক্তি। এই চুক্তি ক্লাইমেট চ্যাঞ্জের জন্য এক বড় বাঁধা বলে অনেকের অভিমত ।

ব্যবসায়ী নিক ক্রস বলেন, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন অবশ্যই জানে প্যাকেজিং প্রোডাক্ট মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে সব জেনে শুনে সরকার কেন এই চুক্তি করতে যাচ্ছে সেটা বধ্যগম্য নয়।

২০০ বৎসরের পূর্বের ইতিহাস আমাদের সবার জানা এই চুক্তির ফলে আবারো নতুন সমস্যার সৃস্টি হতে পারে। এর মধ্যে অস্ট্রিলিয়ার সাথে নতুন করে আন্ডার দি টেবিল বা বিতর্কিত চুক্তি নতুন সমস্যায় পড়তে যাচ্ছে ব্রিটিশ সরকার। এই চুক্তি সাময়িক ভাবে লাভবান হলেও দীর্ঘ মেয়াদে অবশ্যই লাভবান নাও হতে পারে। এমন আশংকা বিজ্ঞ ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

চুক্তির বিপক্ষে ইতিমধ্য আইনের আশ্রয় নিয়েছে বিভিন্ন ব্যাবসায়ী সংগঠন। যদি সরকার পূর্নরায় বিবেচনা না করে সব কিছু উপেক্ষা করে চুক্তি সম্পন্ন করে তা হলে ট্রেড ডিল সমস্যা সৃষ্টি হতে পারে।