বড়লেখায় প্রাণীসম্পদ প্রদর্শণীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

Published: 5 June 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার পিসি সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রদর্শণীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এ উপলক্ষে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক।

বিকেলে প্রদর্শণীর সমাপনী ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাছিত সেলিম, সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

সভায় খামার মালিকরা তাদের খামার ঠিকিয়ে রাখতে ডেইরি ও পোল্ট্রী ফিডের মূল্য হ্্রাসের দাবী জানান।