সিলেটে সিটিএম প্রকল্পের ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
সিলেট অফিস :
সমাজসেবা অধিদফতর ঢাকার অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক খুরশিদ আলম চৌধুরী বলেছেন, সরকারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ ও অন্তর্ভূক্তি মূলক কার্যক্রমের ধারণা নিতে সমাজসেবা কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। তিনি গতকাল রোববার সকালে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাগবাড়ীস্থ সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে ক্যাশ ট্রান্সফার মডার্নাইজেশন (সিটিএম) প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা কর্মকর্তাদের মধ্যে ল্যাপটপ ও প্রিন্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে- বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ,উপ পরিচালক মোঃ আব্দুর রকিব ।
প্রধান অতিথির বক্তব্যে খুরশিদ আলম চৌধুরী আরো বলেন,প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী সমাজসেবা অধিদফতরাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রায় ০১ (এক) কোটি সুবিধাভোগীকে সকল ভাতা ও উপবৃত্তির টাকা জিটুপি’র মাধ্যমে সরাসরি মোবাইলে প্রেরণের কাজ মাঠ পর্যায়ে চলমান আছে এবং সিলেটে এ কার্যক্রম শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে। মাঠ পর্যায়ে জিটুপি সেবা কার্যক্রমকে আধুনিকায়ন ও সহজীকরণ করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সিটিএম প্রজেক্ট ২০১৮-২০১৯ অর্থবছর হতে আর্থিক ও লজিসটিক সাপোর্ট দিয়ে আসছে। সিটিএম প্রজেক্ট-এর আওতায় ইতিমধ্যে দেশের ৬৪টি জেলা সমাজসেবা কার্যালয়ে ফটোকপিয়ার ও স্ক্যানার প্রদান করা হয়। ৬৩৪টি উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা অফিসে ল্যাপটপ ও প্রিন্টার প্রদান করা হয়েছে। ৪৬৫০ জন ইউনিয়ন সমাজকমীকে ট্যাব প্রদান, মাঠ পর্যায়ের সমাজসেবা অফিসে ৫৭০টি মোটর সাইকেল প্রদান, কর্মকর্তা ও কর্মচারীকে ভ্রমণ ভাতা প্রদানসহ সমাজসেবা অধিদফতরের বিদ্যমান এমআইএস-কে শক্তিশালীকরণ ও নতুন এমআইএস তৈরির কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন,সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুর হক উপস্থিত চিলেন। পরে প্রধান অতিথির কাছ থেকে সিলেটের জেলা উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিসারগণ উপস্থিত থেকে ল্যাপটপ ও প্রিন্টার গ্রহণ করেন।