কমিউনিটি নেতা হাজী গনির দাফন সম্পন্ন

Published: 10 June 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


ব্রিটেনের প্রবীন কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবী ও সেডুয়েল জামে মসজিদের প্রতিষ্টাতা চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুল গনির দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের নামাজে জানাজার ইমামতি করেন মরহুমের ছেলে মোঃ আব্দুল কালাম সিতু।

জানাজা শেষে মরহুম হাজী আব্দুল গনির জীবনির উপর বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও সরিয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ। তিনি বলেন, হাজী আব্দুল গনির অবদান অপরিসীম। তিনি বিভিন্ন চ্যারিটি ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চ্যারিটি সংগঠন এশিয়ান মুসলিম কালচারাল এসোসিয়েশনের সভাপতি, সেডুয়েল জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর ছাতক প্রবাসী সমিতির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি, খেলা ঘর বাংলা স্কুলের প্রতিষ্টাতা সভাপতি, ব্রিটেনের বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে অবদান রেখেছেন। এছাড়াও ব্রিকলেইন জামে মসজিদ, ইস্ট লন্ডন মসজিদসহ অসংখ্য মসজিদ ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের জামাতা বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব গয়াসুর রহমান ও সেডউয়েল জামে মসজিদ এর চেয়ারম্যান ব্যারিষ্টার গউস মিয়া।

মরহুমের দেশের বাড়ি ছাতক উপজেলা রাউলি গ্রামে। মৃত্যুকালে চার পুত্র ও এক মেয়ে সহ অনেক নাতি নাতনী রেখে গেছেন। তাঁর জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে দেশবাসীর সবার কাছে দোয়া চেয়েছেন।