সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর -পরিবেশমন্ত্রী

Published: 10 June 2021

বড়লেখা প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালে এসডিজি অর্জন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করা। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পিছনে পড়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক বনায়নের ১২৪ জন উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ৪ জন জনপ্রতিনিধির মধ্যে লভ্যাংশের ৪১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকার চেক বিতরণ উপলক্ষে সিলেট বন বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী বিভাগীয় বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।