তোমার লালচে নখ

Published: 12 June 2021

।। শরীফুল আলম ।।

ব্যবচ্ছেদ মানেই শোক
আর তোমার অজুহাত যতখানি সত্য ছিল
অভিনয় ছিল তারও অধিক ।

যেখানে আনন্দ নেই , উল্লাস নেই
সুখের আশ্বাস তাও নেই
কেবলই শোকধ্বনি , শোক বার্তা ,
এ কেমন চলে যাওয়া তোমার ?
এ আমার কাঙ্ক্ষিত শহর নয় ,
ধীরে ধীরে তাও ভুলে যাব ।

ঋতু বদলের ইঙ্গিত শুরু হয়েছে বহু আগেই
গনগনে কথার উৎসব এখন চারিদিক
আর তুমি দূরের শহরে , আমার কক্ষপথে
তোমার দুষ্ট খোঁপা এখনও আমার ত্বকের ভাঁজে ।

কেবল মোবাইল উইকেন্ডে আমার আরগ্য হয়না এখন
ওটা জিরো ভ্যালু , সেমেটারির মৃতদের মত ,
আমি চাই তুমি ভাস , তুমি হাস মৌলিক ভাগাভাগিতে
ফোঁস ফোঁস বারোমাস আর নয় আড়িতে ।

জান , তোমার সেই প্রিয় রেষ্টোরেন্টে সেদিন গিয়েছিলাম
সংখ্যায় বিজোড় বলে
এক্সপ্রেস অর্ডার নিতে ওয়েটার এলোনা ,
স্ক্রীন বোর্ডে তাকিয়ে দেখি
তুমি সেন্টমার্টিনের ডলফিনের ন্যায়
ফাইন খেলায় মত্ত , হা হা হো হো
অথচ আমার পিঠে তখনও তোমার
রবীন্দ্রনাথের সাঙ্ঘাতিক কবিতা
সম্মোহনের লালচে নখ ।