কুলাউড়া থেকে নিখোঁজ শিশু নবীগঞ্জে উদ্ধার
কুলাউড়া সংবাদদাতা :
কুলাউড়া উপজেলার জয়পাশা থেকে নিখোঁজ হওয়া শিশু রাকিব আহমদকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার জনতাবাজার থেকে উদ্ধার করা হয়েছে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর সার্বিক দিকনির্দেশনায় ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম ও এস আই মো. কামরুল হাসান শনিবার শিশু রাকিবকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছেন।
থানা সূত্রে জানা যায়, কুলাউড়া পৌরসভাধীন জয়পাশা এলাকার মৃত মিছবা উদ্দিনের শিশুপুত্র রাকিব আহমদ গত ২৮ এপ্রিল নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর শিশু রাকিবের মা জান্নাত বেগম কুলাউড়া থানায় একটি জিডি দায়ের করেন। উক্ত জিডির প্রেক্ষিতে কুলাউড়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিশু রাকিবকে নবীগঞ্জ থেকে উদ্ধার করতে সক্ষম হয়। শনিবার উদ্ধার করা শিশু রাকিবকে তার মা জান্নাত বেগমের কাছে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়। নিখোঁজ শিশু রাকিবকে ফিরে পাওয়ায় তার মা জান্নাত বেগম আত্মতৃপ্ত হয়ে কুলাউড়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।