প্রেম কাব্য

Published: 24 June 2021

।। মালা মিত্র ।।

গভীর জোছনা মেখে গায়ে
বিধু নেমে আসে,
অলিন্দ বেয়ে,মায়াবি আলো,
চাঁদ সোহাগী রাতে,
একান্তে! তারিয়ে তারিয়ে গায়ে মাখি,
খুব কৃপণের মত চেখে রেখে দিই।
সারারাত জমাই চিক্কণ।
চাঁদের কপাল বেয়ে টপটপ ঠোঁটে,
চুষে নিই অন্তরে আমার।
পদ্মকলি আবেশে চোখ মেলে
নিভৃতে শঙ্খ লাগে,প্রতিবেশী গাঢ় ঘুমে!
পূর্ণতা বুকে পুষে,রাতের গোপনে;
সকালের রোদ হেসে বলে,
এখনো ঘুমিয়ে রাই,
ওঠো! জাগো!সখী!
বিবস্বান দোড়ে কড়া নাড়ে!!!!!