শ্রীমঙ্গলে যুবক খুন

Published: 18 July 2021

শ্রীমঙ্গল সংবাদদাতা :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহত যুবকের নাম শরীফ (২৮)। সে শহরতলীর শাহজীবাজার এলাকার শায়েস্তা মিয়ার ছেলে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ রোডে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় শহরের কলেজ রোড প্রেস ক্লাবের সামনে রাস্তায় ছুরিকাঘাতে মারাত্মক আহত অবস্থায় ওই যুবক ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে মুমূর্ষু অবস্থায় সে জানায়, তার নাম শরীফ এবং শান্তিবাগ এলাকার সজিব নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করেছে। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজিবাজার ও তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানায়। শরীফ মৃত্যুর আগে দেয়া তার জবানবন্দির রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পরির্দশক (তদন্ত) হুমায়ুন কবির সঙ্গীয় পুলিশ ফোর্স এসে শরীফকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে নেয়ার কিছুক্ষণ পরই শরীফ মারা যায়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুনিকে ধরতে পুলিশের অভিযান চলছে।