বোমা আতঙ্কে কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি

Published: 18 July 2021

পোস্ট ডেস্ক :

বোমা আতঙ্কে কলকাতা বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। রোববার উড্ডয়নের কিছুক্ষণ আগে দুবাইগামী একটি বিমানকে আটকে রেখে তল্লাশি চালানো হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, দুবাই থেকে কলকাতাগামী একটি বিমানে বোমা রয়েছে।

কর্তৃপক্ষের তরফ থেকে সতর্কবার্তা জানান দেওয়ার আগেই সকাল ৮টা ১০ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। ৮টা ৪০ মিনিটে সেটি আবার ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানটিকে আলাদা করে রেখে তল্লাশি চালায় বোমা স্কোয়াড সদস্যরা।

তবে ফোনটি উড়োকল ছিল বলে এখন ধারণা করছেন গোয়েন্দারা। তা সত্ত্বেও কড়া নজরদারি চালানো হচ্ছে বিমানবন্দরজুড়ে। জারি করা হয়েছে সতর্কতা। বিমানবন্দর এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।

এদিকে আকস্মিক নিরাপত্তারক্ষীদের এমন তৎপরতা দেখে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।