কর্মহীন দলীয় নেতাকর্মীদের মাঝে এমদাদ চৌধুরীর ঈদ উপহার বিতরণ

Published: 18 July 2021

সংবাদ বিজ্ঞপ্তি :


পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চলমান লকডাউনে কর্মহীন মহানগরের বিভিন্ন ওয়ার্ড বিএনপির দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। রোববার রাতে নগরীর আম্বরখানা এলাকায় উপস্থিত বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দের কাছে স্ব স্ব ওয়ার্ডের উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কর্মহীন দলীয় নেতাকর্মীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মোর্শেদ, মহানগর যুব বিষয়ক সম্পাদক ও ১৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, মহানগর প্রকাশনা সম্পাদক ও ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাকির হোসেন মজুমদার, মহানগর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ১৬নং ওয়ার্ড সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলু, মহানগর পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ৭নং ওয়ার্ড সভাপতি লল্লিক আহমদ চৌধুরী, মহানগর মানবাধিকার বিষয়ক সম্পাদক মুফতী নেহাল উদ্দিন, সহ-অর্থ সম্পাদক ও ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শেখ মো: ইলিয়াস, সহ-যোগাযোগ সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর সদস্য মাহবুব আহমদ চৌধুরী, রিয়াদুল হাসান রুহেল, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম মখলিছ খান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, ১৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদ জালালাবাদী, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তারেক আহমদ, ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজু বক্স, ১৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মওদুদ আহমদ, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল বাছিত, ২৪নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক স্বাধীন, ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নজির হোসেন, মহানগর সদস্য পারভেজ আহমদ, মাহবুব চৌধুরী, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিয়ন, ১০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক এম এ শাহিন, সাবেক ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, রুম্মান আহমদ রাজু, জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহিন, ছাত্রদল নেতা মোতালিব পাশা, ইমরান আহমদ, বুরহান উদ্দিন, যুবদল নেতা লোকমান আহমদ, আব্দুস সাত্তার ও মোস্তফা উদ্দিন প্রমূখ।