জুড়ীতে প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

Published: 19 July 2021

জুড়ী প্রতিনিধি :


মৌলভীবাজারের জুড়ীতে প্রবাসীদের অর্থায়নে” প্রবাসী সমাজকল্যাণ তহবিলের “পক্ষ থেকে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে ২শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ৫ টায় জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা পরিষদ সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক কামরুল হাসান নোমানের পরিচালনায় এ খাদ্য সামগ্রী বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল খালিক, প্রমুখ।
তহবিলের পক্ষ থেকে বক্তব্য রাখেন তহবিলের উপদেষ্টা জুয়েল আহমদ, বদরুল ইসলাম,সভাপতি জামিল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন তহবিলের কোষাধক্ষ্য আব্দুল মতিন, সাদিকুর আহমদ, শাহরুখ আহমদ, সমাজ সেবক অমিত আল হাসান, প্রমুখ।