বিশিষ্ট আলেম সাদ উদ্দীন ভাদেশ্বরীর ইন্তেকাল
সিলেট অফিস :
সিলেটের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের শায়খুল হাদিস আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার বিকাল বিকাল ৪টায় সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি সপ্তাহখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।
রাত সাড়ে ৯টায় গহরপুর মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
মৃত্যুকালে আল্লামা ভাদেশ্বরীর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি তিন ছেলে, পাঁচ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আল্লামা সাদ উদ্দীন ভাদেশ্বরী বরেণ্য বুজুর্গ আলেম শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর বিশিষ্ট ছাত্র ও খলিফা ছিলেন। গহরপুর জামিয়া থেকে দাওরা ফারেগের পর তিনি এখানে ইলমে দীনের খেদমত শুরু করেন। এরপর প্রায় ৪৫ বছর ধরে এই জামিয়াতে ইলমে দীনের খেমদত আঞ্জাম দিয়েছেন।
শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি এই মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে জামিয়ার ছাত্র-শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।