বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৪০
সিলেট অফিস :
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বিয়ানীবাজার থেকে থানা পুলিশ পৌছে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালাচ্ছে। দুই গ্রামবাসী মুখোমুখি অবস্থানে রয়েছেন।
জানাযায়, আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্ব বিরোধের জের ধরে আজ শনিবার দুই এলাকার মসজিদের মাইকের মাধ্যমে মাইকিং করে এলাকাবাসী দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইট পাথরের আঘাতে অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় চেয়ারম্যান মামুনুর রশিদ জানিয়েছেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছেন।
ওসি তদন্ত মেহেদি হাসান জানান, দুপুর ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।