ফকির আলমগী’র মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক
সংবাদ বিজ্ঞপ্তি :
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি এবং ঋষিজ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গণসংগীত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর ২৩ জুলাই ২০২১ইং রোজ শুক্রবার রাত ১০ টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৯৯৯ সালে একুশে পদক প্রাপ্ত সহ অসংখ্য পুরস্কারে ভূষিত এই গুণী শিল্পী গণসঙ্গীত ও দেশীয় পপ সঙ্গীতে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।