প্যারিসে পুলিশের সঙ্গে করোনাবিধি বিরোধীদের সংঘর্ষ
পোস্ট ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে কভিড-১৯ এবং টিকা কর্মসূচির বিরোধিতাকারীদের বিরুদ্ধে দাঙ্গা-বিরোধী পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুজন পুলিশ আরোহীসহ একটি মোটর বাইককে প্রতিবাদকারীদের উল্টে ফেলতে দেখা গেলে, পুলিশ প্রতিবাদকারীদের রাজধানীর গারে সেইন্ট লাজারে রেল স্টেশনের দিকে ধাওয়া করে নিয়ে যায়।
রাজধানীর রাস্তাগুলোতে বাড়তি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে । চ্যাম্পস এলিসিস এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যববার করে। এসব কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
ডানপন্থী রাজনীতিবিদদের ডাকা অন্য এক প্রতিবাদে করোনা বিধি-নিষেধ বিরোধিতাকারীরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। তাতে লেখা ছিল, স্বৈরাচার বন্ধ হোক। ফ্রান্সের অন্যান্য শহর, মার্সেই, মন্টপেলিয়ের, নান্টেস এবং টুলুসেও বিক্ষোভের কর্মসূচি নেয়া হয়েছে।