আমি চলছি বাংলার পথে

Published: 27 July 2021

– শফি আহমেদ

আমি চলছি বাংলার পথে
ফাগুনের সূর্য উঠে ঐ দিগন্তে
সোনার সিঁড়ি বেয়ে
সারাদিন আলো আঁকে আসে পাশে
দূর দূরান্তে, নীল নীলান্তে।

মাঝখানে একটু বিরতি একটু ছায়া
সিন্ধু তলার সুরময়ুরী
এলো কি ভেসে জলে?
মেঘহরিণীরা পাখনা মেলে
দখিনার পাল তুলে
হংস মিথুন কবরী আবরি
জলে জ্বলে জ্বলন্ত রবিকর
মেঘ মেদুর হাওরে বাওরে
ফোটে কমল লাল শালুক ঝিলে।
আমি চলছি ঐ বাংলার পথে।

পরনে আলোর লাল পিরান
চমকে রোদসী কাঁখের কলসে সে
এলো মধ্যবেলা পদ্ম পুকুর ঘাঁটে।

শেষ বেলার ভারী লালিমা সাঁতরে
গোধূলি বাঁধে সন্ধ্যামালতী খোঁপার ভাজে।
রাতের বেলি জুঁই ফুলমালা
গাঁথবে সে চৈতী তারার আকাশে।
ঐ গোধূলি ক্ষণে নীড়ে ফেরা পাখির সাথে
আমি চলছি বাংলার পথে।