বাংলা পোস্ট চেয়ারম্যানের বাড়ীতে চুরি আটক ১

Published: 28 July 2021

সিলেট অফিস :

বাংলা পোস্ট চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শেখ মফিজুর রহমানের বালাগঞ্জ উপজেলার কাজিপুর গ্রামের বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তাঁর তালাবদ্ধ ঘরের ভ্যান্টিলেটর ভেঙ্গে ভেতরে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় চোরেরা অনেক জিনিসপত্র ভেঙ্গে মোটা অংকের ক্ষতি সাধন করে।

জানাযায়, সোমবার বাংলা পোস্ট চেয়ারম্যান শেখ মফিজুর রহমানের ঘর তালাবদ্ধ করে প্রতিবেশিরা চলে যান। পরদিন মঙ্গলবার ঘর খুলে দেখেন ঘরের ভেতর সব কিছু তছতছ করা। এ সময় মূল্যবান কিছু মালামাল খোঁয়া যাওয়ার বিষয়টিও তাদের নজরে আসে। বিষয়টি তারা দেশে অবস্থানরত শেখ মফিজুর রহমানকে অবগত করেন এবং পুলিশকেও জানান।

বুধবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে এলাকাবাসী বিশ^নাথ উপজেলার ইসলামের গাঁওয়ের আমীর আলী (২২) নামক এক চোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশ ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে আমির আলী চুরির বিষয়টি স্বীকার করে এবং তার সহযোগিদের নাম প্রকাশ করে।
বাংলা পোস্ট চেয়ারম্যান শেখ মফিজুর রহমান জানান, তাঁর ঘরের ভেতরের মূল্যবান জিনিসপত্র চোরেরা নষ্ট করার পাশাপাশি অনেক জিনিসপত্র নিয়ে গেছে। তিনি এসব মালামাল উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পুলিশ জানিয়েছে, আটক চোরকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। পলাতকদের ধরতে এবং মালামাল উদ্ধারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন।