মানুষের ভাষা এখন বাতাসে উড়ে

Published: 20 August 2021

।। শরীফুল আলম।।

ওরা বৌদ্ধ ভিক্ষু , ওরা সৈনিক
ওরা রোহিঙ্গা , নারী ধর্ষণকারী
ওরা লুটেরা , জ্বালিয়ে পুড়িয়ে মারে
ওরা ইহুদী , ওরা দেশান্তরী করে
ওরা তালেবান , ওরা কতল করে , ওরা মোজাহিদ
ওরা উইঘুর চীনা কমান্ডার
মুসলিম নারী ধর্ষণকারী ।

রাস্তায় এখন মিলিশিয়া নেই , ন্যাটো নেই
পুলিশ ব্যারাক নেই
অটোম্যাটিক রাইফেল সর্বত্র
সবাই জনগণের কল্যাণ চায় ,
হিজাবের জন্য আরো কামান চাই
কাবুলের রাস্তার ফুল বিক্রেতার আরো গোলাবারুদ চাই
মিত্র বাহিনী লাপাত্তা
রঙচটা নিশান উড়ে এখন আঙুর লতায়
কান্দাহারের পর্বতমালায়
ওক , পাইন , বার্চ এখন বৃষ্টিতে ভিজে আফগান রঙ্গিন আশা
নীল জোছনার সাজানো উঠান
কিছু ভয় আগুনে উড়ে আগামীর ওড়না
আরবি ভাষা খচিত পৎ পৎ পতাকা ,
বেলারুশ , পুতিন , জিন পিং তোমরা কে কোথায় ?

কুন্দুজ , জালালাবাদ , গিরিকন্দর
হেরাত , গজনী , শিরখান অবশেষে কাবুল
ওরা তালেব , ওরা পশতুন , ওরা ওয়াহাবিয়া
বামিয়ান বৌদ্ধ মূর্তি ধ্বংসকারী
ওরা হাজরা , তাজিকের ভুলের ফসল
ওরা আফগান নয় ওরা তালেবান ।

আমি নির্নিমেষ চেয়ে থাকি মালালার পানে
কত সংগ্রামী আয়ু , কত বাতিঘর , কত উদ্বিগ্ন চাওয়া
নির্বাক শোক
গণতন্ত্র রাতারাতি হয়ে যায় শরিয়া ।

আফগান নর , নারী এখন আকাশের দিকে চেয়ে আছে
অনাগত শাসন , ত্রাস
আর কুড়ি বছরের রক্তে লেখা
ভাঙ্গছে সমাজ
খুঁজছে মানুষ নিরাপদ আশ্রয় ,
মানুষের ভাষা আজ বাতাসে উড়ে
নারীর দুচোখের পাতা আজ এক হয়না
আজ ধর্ম আর রাষ্ট্র ধ্বজাধর
ভুলের উপর দাঁড়িয়ে হলুদ পাগড়ি
আর ভয়ানক শব্দ তালিবান
আর আমি চাই আফগান জাতীয়তাবাদের জয় ।