শুরুর ৫ মিনিটেই বাতিল ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, মাঠে পুলিশ, আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে ধস্তাধস্তি

Published: 6 September 2021

বিশেষ সংবাদদাতা :

ভারত ও বাংলাদেশ সময় মধ্যরাতে নির্ধারিত বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়ের ম্যাচটি সাওপাওলোতে বাতিল হলো অভিনব কারণে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা কোনো খেলোয়াড়ের ব্রাজিলের কোনও স্টেডিয়ামে খেলতে নামার আগে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা প্রয়োজন। আর্জেন্টিনার চার ফুটবলার আমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোমেরো, লো সেলসো এবং বুয়েনদিয়া এই নিয়ম মানেননি, এমন অভিযোগে ব্রাজিলের সাওপাওলোর স্বাস্থ্য আধিকারিকরা ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে পুলিশ নিয়ে মাঠে ঢোকেন এবং রেফারি খেলা পরিত্যক্তের বাঁশি বাজান। মেসিরা সাজঘরে ফেরার আগে পুলিশ ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। মেসিরা ড্রেসিংরুমে ফিরে গেলেও নেইমাররা অনেকক্ষণ মাঠে অপেক্ষা করেন। এই ম্যাচের ভাগ্য এখন ফিফার হাতে।