হৃদরোগে আক্রান্ত হয়ে তরুণ ফুটবলার ডিলান রিচের মৃত্যু

Published: 6 September 2021

পোস্ট ডেস্ক :


এ যেনো ক্রিস্টিয়ান এরিকসেনের ঘটনারই পনুরাবৃত্তি। ম্যাচ চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়েন ডিলান রিচ। ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে তাৎক্ষণিক চিকিৎসায় এরিকসেন সুস্থ হলেও বাঁচানো সম্ভব হয়নি ইংল্যান্ডের এই তরুণ ফুটবলারকে।

রিচের ক্লাব ওয়েস্ট ব্রিজফোর্ডের তরফ থেকে এক বিবৃতিতে খবরটি জানানো হয়।

ঘটনা গত বৃহস্পতিবারের, এফএ ইয়ুথ কাপে নটিংহ্যামের রেগাটা ওয়েতে খেলছিলেন ডিলান রিচ। সেদিন ওয়েস্ট ব্রিজফোর্ড কোল্টস এবং বস্টন ইউনাইটেডের মধ্যে খেলা ছিল। খেলা চলাকালীন মাঠের মধ্যে আচমকা পড়ে যান রিচ। সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ১৭ বছরের ডিলান। খেলা থামিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন।

ডেফিব্রিলেটর দিয়ে শকও দেয়া হয়। কিন্তু কিছুতেই লাভ হয়নি। নটিংহ্যামের কুইন্স মেডিকেল সেন্টারে নেয়া হয়। শনিবার তাকে মৃত ঘোষণা করা হয়।

ডিলান রিচের পরিবারে মা-বাবা এবং এক বোন রয়েছেন। পরিবারকে সমাবেদন জানিয়েছে রিচের ক্লাব ব্রিজফোর্ড। ক্লাবের তরফ থেকে বলা হয়, ‘এই ঘটনায় ক্লাবের সংশ্লিষ্ট সবাই মর্মাহত।’

গত জুনে ইউরোয় ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে হৃদরোগে আক্রান্ত হন এরিকসেন। মাঠেই মুখ থুবড়ে পড়ে যান ডেনিশ প্লেমেকার। মাঠেই চলে এরিকসেনের প্রাথমিক চিকিৎসা। ইন্টার মিলান স্ট্রাইকারকে সিপিআর (বুকে চাপ দিয়ে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখা) দেয়া হয়।
ডেনিশ তারকার প্রাণ বাঁচাতে সেদিন যারা অবদান রেখেছিলেন তাদের পুরস্কৃত করার ঘোষণা দেয় উয়েফা।

সুস্থ হলেও এরিকসেন মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। ইতালিয়ান সিরি আ’র এই খেলোয়াড়ের বুকে পেসমেকার বসানো হয়েছে। আর ইতালিতে পেসমেকার নিয়ে খেলার নিয়ম নেই। এ কারণে ইন্টার মিলানের হয়ে আর হয়তো মাঠে নামা হবে না ২৯ বছর বয়সী এই তারকার।