কুমিল্লায় ট্রাকচাপায় জুড়ীর আহাদ সহ নিহত ৩

Published: 11 September 2021

জুড়ী প্রতিনিধি :’

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবোঝাই ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশার চালক মো. ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজারের জুড়ী থানার পূর্ব  জায়ফর নগরের মো. আবদুস সালামের ছেলে মো. আবদুল আহাদ ও বড়লেখা থানার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে মো. ইউসুফ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন সাগর দু’জন যাত্রী নিয়ে সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন। রিকশাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের কাছে আসার পর পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উলটে পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশার চালকসহ ৩ জন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নামতি ক্রসিং থানার এসআই মো. খোরশেদ আলম জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটকসহ ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।