বড়লেখায় ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াডে ১০ শিক্ষার্থী উপজেলা পর্যায়ে শ্রেষ্ট

Published: 11 September 2021

বড়লেখা প্রতিনিধি :


বড়লেখায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় শনিবার পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পর্যায়ে ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৫টি মাধ্যমিক স্কুলের নবম ও শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৪৭ জন ও ২টি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উপজেলা প্রশাসন এ বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে। পরীক্ষা গ্রহণ ও খাতা মূল্যায়ন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে দুই গ্রুপে ৫৭ জন পরীক্ষার্থী ১০০ মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে দুই গ্রুপে ৫ জন করে ১০ জন শ্রেষ্ট নির্বাচিত হয়েছে। এরা জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের যোগ্যতা অর্জনকারীরা হচ্ছে- জুনিয়র গ্রুপে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রেদওয়ানা আক্তার ও ছাত্র মুবাশ্বির আহমেদ, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের জীবান আহমদ ও আব্দুল্লাহ আল মামুন এবং হাকালুকি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা বিশ্বাস। সিনিয়র গ্রুপে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আহনাফ উসাইদ ও রৌদ্র কুমার দে, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ছাত্রী আমেনা তাবাসসুম, নাহিয়ান আক্তার ও সামিয়া আক্তার।