বড়লেখায় প্রায় দেড় বছর পর শিক্ষাঙ্গণে ফিরেছে প্রাণের স্পন্দন

Published: 12 September 2021

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখার দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় বছর পর ফিরেছে প্রাণের স্পন্দন। শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মূখর হয়ে উঠে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণ। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর আগমন ঘটেছে।

দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফেরা উপলক্ষে কোন কোন প্রতিষ্ঠানের মূল ফটকে কর্তৃপক্ষ বেলুন ও কৃত্রিম ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করে রাখে। আবার কিছু স্কুলের শিক্ষক/শিক্ষিকারা তাদের প্রিয় শিক্ষার্থীদের ফুল দিয়েও বরণ করেন।

রোববার সকালে আরকে লাইসিয়াম স্কুল, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন।