ইংল্যান্ড সফরে ‘থার্ডক্লাস হোটেলে’ রাখা হয়েছিল পাকিস্তান দলকে!

Published: 24 September 2021

পোস্ট ডেস্ক :


করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছিল বিশ্বের বেশিরভাগ ক্রিকেট বোর্ড। এদের মাঝে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও আছে। যদিও তাদের আর্থিক সমস্যাটা সাজানো বলেও মনে করেন অনেকে। সে যাই হোক, সেই সময় ইংলিশ বোর্ডের পাশে দাঁড়াতে দেশটিতে সফরে গিয়েছিল পাকিস্তান দল। কথা ছিল, অক্টোবরে পাকিস্তানে আসবে ইংলিশরা। কিন্তু নিরাপত্তার অভাবে নিউজিল্যান্ডের নাটকীয় সফর বাতিলের পর ইংল্যান্ডও সেই পথে হেঁটেছে। এতে স্বাভাবিকভাবেই উত্তপ্ত পাকিস্তানের ক্রিকেটাঙ্গন।

নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফরে গিয়ে বাজে ব্যবহার পাওয়ার কথা পিসিবি চেয়ারম্যান রমিজ রাজাও বলেছিলেন। এবার একই কথা বললেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মুদাসসর নজর, ‘আমরা কোভিডে মুষড়ে পড়া এক ইংল্যান্ড সফরে গিয়েছিলাম, ইসিবিকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচিয়েছিলাম। আমাদের দলকে সেখানে তৃতীয় শ্রেণির একটা হোটেলে রাখা হয়েছিল, কিন্তু আমরা শুধু ইংল্যান্ড ক্রিকেটকে সাহায্য করার জন্যই সফরটা চালিয়ে গিয়েছিলাম।’

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ‘অকৃতজ্ঞ’ উল্লেখ করে মুদাসসর ভবিষ্যতে ব্যাংক গ্যারান্টি নেওয়ার পরামর্শ দিয়েছেন, ‘পাকিস্তান সফর থেকে ইংল্যান্ডের সরে আসার সিদ্ধান্তে সবাই চমকে গেছে। এমনকি ইংলিশ সংবাদমাধ্যমও খুশি নয়। আমাদের দরকারের সময়ে আমাদের সাহায্য করার বদলে অকৃতজ্ঞ ইংল্যান্ড পাকিস্তান সফর থেকে পিছিয়ে গেল। এরপর থেকে ইংল্যান্ডের সঙ্গে কোনো সফরের (স্বাগতিক হওয়ার) ক্ষেত্রে আগে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমরা ওদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি নিয়ে নিচ্ছি।’