যুক্তরাষ্ট্রের উদ্দেশে যা বললেন পুতিন
পোস্ট ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার উজবেকিস্তানের সামারকান্দে গেছেন।
এ সম্মেলনের মাঝে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।
রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন চীনের প্রেসিডেন্টকে বলেছেন, সাম্প্রতিক সময়ে এককেন্দ্রিক বিশ্ব গঠনের প্রচেষ্টা ঘৃণ্য পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্বের বেশিরভাগ দেশই মানে না।
মূলত যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বার বার দাবি করে থাকেন বিশ্বে যুক্তরাষ্ট্রই শুধুমাত্র নিজেদের ক্ষমতার বিস্তার ঘটাতে চায়। নিজেদের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্রকে আর একা ক্ষমতা দেখানোর সুযোগ না দেওয়ার কথা বলেছেন।
রুশ প্রেসিডেন্ট আরও বলেছিলেন, বিশ্বে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে।
এদিকে টাস নিউজ জানিয়েছে, পুতিনের এমন মন্তব্যের পর চীনের প্রেসিডেন্ট বলেছন, বর্তমানে বিশ্ব ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীন ও রাশিয়া বৈশ্বিক শক্তি হিসেবে উদাহরণ তৈরি করে ক্রমপরিবর্তন পৃথিবীকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসবে।