ফুঁসে উঠলেন মমতা

Published: 20 September 2022

পোস্ট ডেস্ক :


রাজ্য বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেস নিন্দা প্রস্তাব এনেছিল কেন্দ্রীয় সরকারের নিরন্তর সিবিআই, ইডি লেলিয়ে দেয়ার বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, এই ঘটনাগুলির পিছনে নরেন্দ্র মোদি আছেন তা আমি বিশ্বাস করি না। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এসব বলে তোষণের রাজনীতি করে মমতা পার পাবেন না। দুর্নীতির সব তত্ত্ব ফাঁস হবে। এরপরই মমতা ফুঁসে ওঠেন। বলেন, নারদ কাণ্ডে কেন টাকা নিতে দেখা যাওয়া শুভেন্দুর বাড়িতে তল্লাশি হচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কথা কাটাকাটি শুরু হয়ে যায়। উত্তপ্ত হয় বিধানসভা। এরপর উত্তাপ প্রশমিত হতে মমতা বিরোধী বেঞ্চ এর কাছে গিয়ে নমস্কার করে শারদ শুভেচ্ছা জানান। প্রতি নমস্কার করেন শুভেন্দু অধিকারীও।
তীব্র বিরোধিতার মধ্যে সৌজন্যের এই রাজনীতি যেন মনকে ছুঁয়ে যায়।