টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকার ওয়াশরুমে গোপন ক্যামেরা

Published: 5 July 2023

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা :

দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোটের ওয়াশরুমের ভেতর থেকে এক পর্যটকের হাতে গোপন ক্যামেরা ধরা পড়েছে। এনিয়ে এলাকাবাসীসহ পর্যটকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। গত রোববার (২রা জুলাই) দুপুরে ‘স্বপ্ন’ নামে টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউসবোটে এমন ঘটনা ঘটেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে চারদিকে হইচই শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা পর্যটক সাজিদুর রহমান জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশে গত শনিবার তিনি স্বপ্ন হাউসবোটে উঠেন।

রোববার দুপুরে তিনি হাউসবোটের ওয়াশরুমে গেলে কাপড়ে মুড়ানো একটি দ্রব্য চোখে পড়ে। এতে উনার মনে সন্দেহ হলে কাপড়টি হাতে নিলে তিনি সেখানে গোপন ক্যামেরা দেখতে পান। হাউসবোটের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সোহেল এ বিষয়ে বলেন, তিনি হাউসবোটে ছিলেন না। বিষয়টি শুনে ঢাকা থেকে এসে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী পর্যটক বলেন, এটি নারী পর্যটকদের ব্ল্যাকমেইল করার জন্য কিছু খারাপ লোকদের কাজ।

এমন ঘটনায় হাউসবোটে ভ্রমণ করা বিপজ্জনক। এরসঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এলাকার সচেতন মানুষ মনে করেন, হাউসবোটে এ ধরনের জঘন্যতম ঘটনা ঘটলে পর্যটকরা টাঙ্গুয়ার হাওর থেকে মুখ ফিরিয়ে নেবেন। এ ঘটনার কঠিন পদক্ষেপ নেয়া উচিত। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রনি বলেন, বিষয়টি দুঃখজনক। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।