রাসূলের আদর্শ সর্বত্র ছড়িয়ে দিতে মিলাদুন্নবী (সা.) অন্যতম উপলক্ষ্য মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার আলোচনা সভা
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মৌলভীবাজার শহরে মুবারক র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় যুগ্ম মহাসিচব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আহমদ হাসান চৌধুরী ফুলতলী। পরে দুপুর সাড়ে বারোটায় শহরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে হাজার হাজার তালামীয কর্মী ও নবীপ্রেমিক সাধারণ জনতা অংশগ্রহণ করে।
র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ড. আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) রাসূলের আদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়ার অন্যতম উপলক্ষ্য। মিলাদুন্নবী মাহফিলে আমরা আমাদের জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়নের সকল দিক নিয়ে কথা বলি। রাসূলের আদর্শে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সংশোধনের কথা বলি। আমরা নবীপ্রেমে উজ্জীবিত হই ও আমাদের ঈমানকে নবায়ন করি। উলামায়ে কেরাম এ ধরনের আয়োজনের ব্যবস্থা করায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা র্যালি করছে, কাওয়ালি হচ্ছে ও রাসূলের শানে নাত গাওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এখন মানুষ নামাজ রোজা শিক্ষা করেছে। রমজান মাসে ত্রিশ রোজা রাখে। আল্লাহর ভয়ে পানি খায় না। অথচ এরকম লোক ঘুষ খায়। দেশের টাকা পাচার করে। এদের সামনে রাসূলের আদর্শ উপস্থাপন করতে হবে।
তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মো. নাসির খাঁন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইমাদ উদ্দিন তালুকদার, অর্থ সম্পাদক আতিকুর রহমান শাকের, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক, মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ূন, আল ইসলাহ নেতা সৈয়দ ইউনুছ আলী, মাওলানা ইছহাক আহমদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক আল ইসলাহ নেতা সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন প্রমুখ।